No Smoking Day 2022: Why Quitting Smoking is all the More Important Amid Covid-19 Pandemic?: ঘনঘন ধূমপান করেন? অতিমারি পরিস্থিতিতে কতটা ক্ষতিকর জানেন কি?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Quitting Smoking: মহামারির মধ্যে ধূমপান ত্যাগ করা গুরুত্বপূর্ণ কেন তার কিছু এখানে কারণ রয়েছে।
advertisement
advertisement
মানসিক চাপ কমাতে অনেকেই ধূমপান করেন। কেউ কেউ আবার বন্ধু বা সহকর্মীর থেকে এই অভ্য়াস পান। এটা স্পষ্ট যে ধূমপান ক্যান্সারের দিকে পরিচালিত করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে তামাক সেবন করলে ৮৫% ফুসফুসের ক্যান্সার সরাসরি হতে পারে। পাশাপাশি মুখ, গলা, পেট এবং কিডনিতে ক্যান্সারের ঝুঁকিও আছে। ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্য়ন্ত বেশি।
advertisement
advertisement