এই ম্যালেরিয়া, এই ডেঙ্গি, মশার জ্বালায় জীবন নাজেহাল! হাজার চেষ্টা করেও মশার হাত থেকে নিস্তার মেলে না! মশাবাহিত রোগের নেই কোনও ভ্যাক্সিন। কাজেই মুক্তি নেই মশার হাত থেকে! সুযোগ পেলেই মশা হুল ফোটাচ্ছে শরীরে! চোঁচোঁ করে পান করছে রক্ত! কিন্তু কখনও ভেবে দেখেছেন, মশা কেন রক্ত খায়?