Lord Shiva: মহাদেবের আরাধনায় দুধ, মধু ও দই কেন উৎসর্গ করা হয়?

Last Updated:
Lord Shiva: ভক্তদের বিশ্বাস, মহাদেবের ক্রোধ বা তাণ্ডবলীলা প্রশমিত করতেই এই দুটি স্নিগ্ধ উপকরণ ব্যবহার করা হয়৷
1/5
মহাশিবরাত্রিতে (Mahashivratri 2022) দেবাদিদেবকে দুধ ও মধু উৎসর্গ করা হয়৷ এই দুই উপকরণই প্রয়োজন হয় মহাদেবের অভিষেকে৷ ভক্তদের বিশ্বাস, মহাদেবের ক্রোধ বা তাণ্ডবলীলা প্রশমিত করতেই এই দুটি স্নিগ্ধ উপকরণ ব্যবহার করা হয়৷
মহাশিবরাত্রিতে (Mahashivratri 2022) দেবাদিদেবকে দুধ ও মধু উৎসর্গ করা হয়৷ এই দুই উপকরণই প্রয়োজন হয় মহাদেবের অভিষেকে৷ ভক্তদের বিশ্বাস, মহাদেবের ক্রোধ বা তাণ্ডবলীলা প্রশমিত করতেই এই দুটি স্নিগ্ধ উপকরণ ব্যবহার করা হয়৷
advertisement
2/5
সমুদ্রমন্থনে উত্থিত গরল কণ্ঠে ধারণ করে শিব (Lord Shiva) হলেন নীলকণ্ঠ৷ গরলে তীব্রতা দূর করতেও উৎসর্গ করা হয় মধু, দুধ ও দই৷
সমুদ্রমন্থনে উত্থিত গরল কণ্ঠে ধারণ করে শিব (Lord Shiva) হলেন নীলকণ্ঠ৷ গরলে তীব্রতা দূর করতেও উৎসর্গ করা হয় মধু, দুধ ও দই৷
advertisement
3/5
শিবলিঙ্গ সাধারণত পাথর, ধাতু বা মাটির তৈরি হয়৷ প্রচলিত বিশ্বাস, শিবলিঙ্গের উপর দুধ, মধু ও দইয়ের মতো শীতল জিনিস ঢালা হলে তা পজিটিভ এনার্জির ধারক ও বাহক৷
শিবলিঙ্গ সাধারণত পাথর, ধাতু বা মাটির তৈরি হয়৷ প্রচলিত বিশ্বাস, শিবলিঙ্গের উপর দুধ, মধু ও দইয়ের মতো শীতল জিনিস ঢালা হলে তা পজিটিভ এনার্জির ধারক ও বাহক৷
advertisement
4/5
দুধ ও অন্যান্য উপকরণ উৎসর্গের পাশাপাশি ভক্তরা নিষ্ঠাভরে একাগ্র চিত্তে ‘ওং নমঃ শিবায়’ মন্ত্রপাঠ করেন৷ শিবমন্ত্র পাঠে মন শান্ত হয়৷
দুধ ও অন্যান্য উপকরণ উৎসর্গের পাশাপাশি ভক্তরা নিষ্ঠাভরে একাগ্র চিত্তে ‘ওং নমঃ শিবায়’ মন্ত্রপাঠ করেন৷ শিবমন্ত্র পাঠে মন শান্ত হয়৷
advertisement
5/5
কিছু দিন আগেই দেশজুড়ে মহা সমারোহে পালিত হল মহাশিবরাত্রি তিথি৷ ফাল্গুন এবং চৈত্র, এই দুই মাসই শিবভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
কিছু দিন আগেই দেশজুড়ে মহা সমারোহে পালিত হল মহাশিবরাত্রি তিথি৷ ফাল্গুন এবং চৈত্র, এই দুই মাসই শিবভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement
advertisement
advertisement