Christmas 2024: বড়দিনে সান্তার কথা তো সকলেই জানেন! তার সঙ্গী এলভস আসলে কারা, সেই গল্প অবাক করবে

Last Updated:
Christmas 2024: বড়দিন মানে কেক খাওয়ার পাশাপাশি শিশুদের মনে সান্তা ক্লজের চরিত্র ভেসে ওঠে। তবে সান্তার পাশাপাশি উঠে আসে ক্রিসমাস এলভসের কথা। কারা এই এলভস জানুন।
1/6
সামনেই বড়দিন। আর বড়দিন মানে কেক খাওয়ার পাশাপাশি শিশুদের মনে সান্তা ক্লজের চরিত্র ভেসে ওঠে। তবে সান্তার পাশাপাশি উঠে আসে ক্রিসমাস এলভসের কথা। কারা এই এলভস জানুন।
সামনেই বড়দিন। আর বড়দিন মানে কেক খাওয়ার পাশাপাশি শিশুদের মনে সান্তা ক্লজের চরিত্র ভেসে ওঠে। তবে সান্তার পাশাপাশি উঠে আসে ক্রিসমাস এলভসের কথা। কারা এই এলভস জানুন।
advertisement
2/6
খ্রিস্টান ধর্মীয় পৌরাণিক মতে সান্তা গরীব দুঃখী বিশেষ করে বাচ্চাদের ক্রিসমাস এর আগের দিন রাতে রেইন ডিয়ার চালিত স্লেজ গাড়ি করে এসে উপহার দিয়ে যান বড়দিন উপলক্ষে।
খ্রিস্টান ধর্মীয় পৌরাণিক মতে সান্তা গরীব দুঃখী বিশেষ করে বাচ্চাদের ক্রিসমাস এর আগের দিন রাতে রেইন ডিয়ার চালিত স্লেজ গাড়ি করে এসে উপহার দিয়ে যান বড়দিন উপলক্ষে।
advertisement
3/6
শান্তার এই উপহার তৈরি থেকে শুরু করে সেগুলিকে গিফট মোড়কে সাজিয়ে তোলার সমস্ত কাজই করে এই এলভস।
শান্তার এই উপহার তৈরি থেকে শুরু করে সেগুলিকে গিফট মোড়কে সাজিয়ে তোলার সমস্ত কাজই করে এই এলভস।
advertisement
4/6
ক্রিসমাস এলভস হল ক্ষুদ্র এলভ যারা উত্তর মেরুতে সান্তা ক্লজের সঙ্গে থাকে এবং তার সাহায্যকারী হিসাবে কাজ করে। এগুলিকে সাধারণত সবুজ বা লাল পোশাক হিসেবে চিহ্নিত করা হয়।
ক্রিসমাস এলভস হল ক্ষুদ্র এলভ যারা উত্তর মেরুতে সান্তা ক্লজের সঙ্গে থাকে এবং তার সাহায্যকারী হিসাবে কাজ করে। এগুলিকে সাধারণত সবুজ বা লাল পোশাক হিসেবে চিহ্নিত করা হয়।
advertisement
5/6
তাদের লম্বা কান থাকে। এবং টুপি পরা মানুষের মতো দেখতে হলেও তাদের  খানিক লেজ-সহ পশমযুক্ত স্তন্যপায়ী প্রাণীদের মতো লাগে।
তাদের লম্বা কান থাকে। এবং টুপি পরা মানুষের মতো দেখতে হলেও তাদের খানিক লেজ-সহ পশমযুক্ত স্তন্যপায়ী প্রাণীদের মতো লাগে।
advertisement
6/6
যদিও এই সমস্তই ইংরেজিভাষী সংস্কৃতিতে কাল্পনিক চরিত্র হিসেবে ধরা হয়, যার বাস্তবে এখনও পর্যন্ত কোনও অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। তবে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে ক্রিসমাসের সান্তা এবং তার সাহায্যকারী এলভসের জনপ্রিয়তা আজও বর্তমান।তথ্য এবং ছবি: মৈণাক দেবনাথ
যদিও এই সমস্তই ইংরেজিভাষী সংস্কৃতিতে কাল্পনিক চরিত্র হিসেবে ধরা হয়, যার বাস্তবে এখনও পর্যন্ত কোনও অস্তিত্ব লক্ষ্য করা যায়নি। তবে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে ক্রিসমাসের সান্তা এবং তার সাহায্যকারী এলভসের জনপ্রিয়তা আজও বর্তমান। তথ্য এবং ছবি: মৈণাক দেবনাথ
advertisement
advertisement
advertisement