White Hair Plucking: পাকা চুল হাত দিয়ে টেনে তুললে মাথার বাকি চুলও সাদা হয়ে যায়? মাথা হয়ে যায় শনের নুড়ি? বিপদ এড়াতে জানুন

Last Updated:
White Hair Plucking: অনেকেই মনে করেন পাকা চুল টেনে তুললে আরও অজস্র সাদা চুলে ভরে যায় মাথা৷ যে বয়সেই চুল পাকুক না কেন, বলা হয় পাকা চুল হাত দিয়ে টেনে না তুলতে ৷ তাতে নাকি আরও চুল পেকে যায়৷
1/5
অনেকেই মনে করেন পাকা চুল টেনে তুললে আরও অজস্র সাদা চুলে ভরে যায় মাথা৷ যে বয়সেই চুল পাকুক না কেন, বলা হয় পাকা চুল হাত দিয়ে টেনে না তুলতে ৷ তাতে নাকি আরও চুল পেকে যায়৷ কিন্তু সেটা ঠিক নয়৷ মত ত্বক বিশেষজ্ঞ ডক্টর রিঙ্কি কপূরের৷
অনেকেই মনে করেন পাকা চুল টেনে তুললে আরও অজস্র সাদা চুলে ভরে যায় মাথা৷ যে বয়সেই চুল পাকুক না কেন, বলা হয় পাকা চুল হাত দিয়ে টেনে না তুলতে ৷ তাতে নাকি আরও চুল পেকে যায়৷ কিন্তু সেটা ঠিক নয়৷ মত ত্বক বিশেষজ্ঞ ডক্টর রিঙ্কি কপূরের৷
advertisement
2/5
পাকা চুল হাত দিয়ে টেনে তোলার কারণে মাথার অন্যান্য চুল পাকে না ৷ কিন্তু বিশেষজ্ঞ রিঙ্কির মতে, আরও অন্যান্য কারণে পাকা চুল টেনে তোলা ঠিক নয় ৷ তার প্রধান কারণ টেনে পাকা চুল তুললে সেখানে ত্বক সংক্রমণ দেখা দিতে পারে ৷
পাকা চুল হাত দিয়ে টেনে তোলার কারণে মাথার অন্যান্য চুল পাকে না ৷ কিন্তু বিশেষজ্ঞ রিঙ্কির মতে, আরও অন্যান্য কারণে পাকা চুল টেনে তোলা ঠিক নয় ৷ তার প্রধান কারণ টেনে পাকা চুল তুললে সেখানে ত্বক সংক্রমণ দেখা দিতে পারে ৷
advertisement
3/5
নিয়মিত পাকা চুল তুললে সংক্রমিত ত্বকে হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে ৷ ফলিকল নষ্ট হয়ে চুলের স্থায়ী ক্ষতি হতে পারে ৷ বলছেন চিকিৎসক জুস্যা সারিন৷ তাছাড়া মাথার নির্দিষ্ট অমশ থেকে ক্রমাগত চুল তুলে গেলে দেখা দিতে পারে ট্রিকোটিলোম্যানিয়া ৷ তার থেকে দীর্ঘ স্থায়ী হতে পারে চুল পড়ার সমস্যা ৷
নিয়মিত পাকা চুল তুললে সংক্রমিত ত্বকে হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে ৷ ফলিকল নষ্ট হয়ে চুলের স্থায়ী ক্ষতি হতে পারে ৷ বলছেন চিকিৎসক জুস্যা সারিন৷ তাছাড়া মাথার নির্দিষ্ট অমশ থেকে ক্রমাগত চুল তুলে গেলে দেখা দিতে পারে ট্রিকোটিলোম্যানিয়া ৷ তার থেকে দীর্ঘ স্থায়ী হতে পারে চুল পড়ার সমস্যা ৷
advertisement
4/5
হাত দিয়ে টেনে চুল তোলার প্রবণতা থাকলে মাথার কোনও কোনও অংশে স্থায়ী ভাবে চুল উঠে গিয়ে টাকও পড়ে যেতে পারে ৷ তাই পাকা চুল ট্রিম করুন কাঁচি দিয়ে কেটে ৷ এতে পাকাচুল দূর হবে৷ আবার ত্বকের নানা সমস্যা থেকেও আপনি রেহাই পাবেন৷
হাত দিয়ে টেনে চুল তোলার প্রবণতা থাকলে মাথার কোনও কোনও অংশে স্থায়ী ভাবে চুল উঠে গিয়ে টাকও পড়ে যেতে পারে ৷ তাই পাকা চুল ট্রিম করুন কাঁচি দিয়ে কেটে ৷ এতে পাকাচুল দূর হবে৷ আবার ত্বকের নানা সমস্যা থেকেও আপনি রেহাই পাবেন৷
advertisement
5/5
তাই চুল আরও পেকে না যাওয়ার ভয় না থাকলেও ত্বকের অন্য সমস্যা ও সংক্রমণ থেকে বাঁচতে পাকা চুল তোলার বদ অভ্যাস ছাড়ুন৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
তাই চুল আরও পেকে না যাওয়ার ভয় না থাকলেও ত্বকের অন্য সমস্যা ও সংক্রমণ থেকে বাঁচতে পাকা চুল তোলার বদ অভ্যাস ছাড়ুন৷(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement