Fish: যতই জোর করুক, আপনি ভুলেও কিনবেন না এই মাছ... সাংঘাতিক ক্ষতিকর রাসায়নিক থাকে! শরীর ঝাঁঝরা করে দেবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
তালিকায় আছে তেলাপিয়া। এর ক্ষতিকর ফ্য়াট কোলেস্টেরল ও হার্টের অসুখ কমায়। এতে ডিবুটাইলিন নামের এক প্রকার রাসায়নিক জমা হয়। এটি হাঁপানি, মেদ ও অ্যালার্জির কারণ হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া এদের শরীরে ডাই-অক্সিন নামের আরও একটি উপাদান থাকে। সেটিও ক্ষতিকর।
advertisement
advertisement
শিশু থেকে বয়স্ক, এমনকী পেটরোগারাও নিশ্চিন্তে মাছ খেতে পারে। মাছে যথেষ্ট প্রোটিনের সঙ্গে থাকে ভিটামিন এ, ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম ও আয়োডিন। মাছ হল খনিজ পদার্থ আর ভিটামিনের খনি। অনেকের ছোট মাছ খাওয়ার ঝোঁক আছে। ছোট মাছ বা শিঙি-মাগুর মাছ বেশি পুষ্টিকর এই ধারণার কোনও ভিত্তি নেই। বরং মাগুর মাছ কিন্তু হরমোন ইনজেকশন দিয়ে বড় করা হয় যা শরীরের জন্য ক্ষতিকর।
advertisement
advertisement
advertisement