Teeth Care: সকাল না রাত? দাঁত মাজার সঠিক সময় কোনটা, অজান্তে ভুল করার আগেই জেনে নিন সত্যিটা
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
Teeth Care: সকালে ব্রাশ করেন বা না করেন তবে রাতে ঘুমানোর আগে? বিস্তারিত জেনে নেওয়া যাক।
ছোটবেলা থেকেই বলা হয় যে, সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা উচিত। প্রতিদিন সকালে ব্রাশ করতে হবে। এর পরেই কিছু খাওয়া উচিত। যাতে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ দাঁত, মাড়ি এবং মুখ-সহ আপনার সার্বিক স্বাস্থ্য ঠিক থাকে, কিন্তু সকালে ব্রাশ করেন বা না করেন তবে রাতে ঘুমানোর আগে? বিস্তারিত জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
জাবিস ডেন্টাল সলিউশনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিনিয়র কনসালট্যান্ট, ফোর্টিস হাসপাতাল, নয়ডার ডক্টর লিবি সিং বলেন, 'দেখা গিয়েছে যে, সাধারণত দিনের বেলা কিছু খাওয়ার পর গার্গল করে বা জল পান করে থাকে, যার ফলে জলের মধ্যে আটকে যায়। দাঁত আটকে থাকা কার্বোহাইড্রেটে সেই জল পৌঁছে যায়। কিন্তু তাতে দাঁতের ক্ষয় হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে রাতে খাবার, মিষ্টি বা অন্য কিছু খেয়ে দাঁত ব্রাশ না করে ঘুমাতে যায় অনেকে। সেই খাবার বা শর্করা দাঁতে লেগে থাকলে জীবাণু বৃদ্ধি পায় এবং ক্যাভিটি সমস্যা দেখা দেয়।
advertisement
মানুষ সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করে। কিন্তু খুব কম লোকেরই রাতে খাবারের পর ঘুমনোর আগে দাঁত ব্রাশ করার অভ্যাস আছে। কিন্তু রাতে ব্রাশ করা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ ঘুমনোর প্রায় আট থেকে ১০ ঘণ্টা পর্যন্ত যদি দাঁতের মধ্যে কোনও খাবারের আঁশ থেকে যায়, তবে তা দাঁতের ক্ষয় ঘটায়। এখান থেকেই দাঁতের রোগ শুরু হয়। তাই রাতে ঘুমনোর আগে ব্রাশ করা খুবই জরুরি।
advertisement