Uric Acid Problem: ইউরিক অ্যাসিডে রুটি ভয়ঙ্কর! আঙুলের গাঁটে বিষের মতো ব্যথা? ছোট্ট উপায়ে বিশাল ম্যাজিক, যন্ত্রণাকে টাটা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
উত্তরাখণ্ডের চান্দোলা হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসার চক্ষু মিশ্র জানাচ্ছেন, আমাদের খাদ্যাভ্যাসে বেশি প্রোটিন থাকলে তা ইউরিক অ্যাসিডের মতো সমস্যা সৃষ্টি করতে পারে৷ এর ফলে, আঙুলের গাঁট, হাঁটু, গোড়ালি, পা ইত্যাদিতে অসহ্য ব্যথা হয়৷
শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া যে কোনও মানুষকে যখন খুশি পঙ্গু করে দিতে পারে৷ শরীরে অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড থাকার পিছনে অন্যতম কারণ আমাদের চূড়ান্ত খারাপ খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল৷ রোজের খাবার দাবারে পিউরিন বেশি মাত্রায় সেবন করলে আমাদের শরীরে হুহু করে বেড়ে যায় ইউরিক অ্যাসিড৷ ইউরিক অ্যাসিড আমাদের শরীরে তৈরি হওয়া এক বিশেষ ধরনের ক্ষতিকারক বর্জ্য, যা আমাদের রক্ত থেকে ছেঁকে বের করে দেয় কিডনি৷
advertisement
যে সমস্ত খাবার পিউরিনের মাত্রা অত্যধিক বেশি, ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগলে সেই সমস্ত খাবার এক্কেবারে এড়িয়ে চলা উচিত৷ যেমন, রেড মিট, বিশেষ করে মেটের (লিভার) অংশ, হুইস্কি, বিয়ার, মিষ্টি (ডেসার্ট), ক্রিম, আইসক্রিম, সিফুড, শেলফিস, টুনা মাছ ইত্যাদি কখনওই খাওয়া উচিত নয়৷ কারও ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কখনওই মাছ, মাংস বেশি খাওয়া উচিত নয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
