Alcohol Affects : ২৮ দিন মদ না খেলে শরীরে কী হয় জানেন? নিজের পরিবর্তন দেখে চমকে যাবেন, পুজোর পরই চেষ্টা করে দেখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Alcohol : ত্যধিক মদ্যপানের ফলে স্টোমাক ও ইনটেস্টাইনের লাইনিং-এ প্রদাহ সৃষ্টি হয়, ফলে বেশি পরিমাণে অ্যাসিড তৈরি হয়। পরবর্তীতে আলসার ও গ্যাসট্রাইটিস-এর ঝুঁকি বাড়ে। মদ্যপানের অভ্যেস শরীরে ডিহাইড্রেশনের সমস্যা বাড়িয়ে দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনেকেরই নিয়মিত মদ্যপানের ফলে উদ্বেগ, ভুলে যাওয়ার সমস্যা থাকে। এক মাস মদ্যপান না করলে এই সমস্যা কিছুটা সারিয়ে উঠতে পারবেন। অতিরিক্ত মদ্যপানের ফলে ‘কোলাজেন’ এবং ‘ইলাস্টিন’ প্রোটিনের ভারসাম্য নষ্ট হয়। এই দুই উপাদান ত্বকের বুড়িয়ে যাওয়া রোধে গুরুত্বপূর্ণ। এক মাস মদ্যপান না করলে এই দুই উপাদানের ব্যালান্স কিছুটা ফিরতে পারে।