Food Option: ওয়ার্ক ফ্রম হোমে ক্লান্ত, গরমের দুপুরে কী খাবার অর্ডার করবেন?

Last Updated:
Food Option: সন্ধেবেলা খাবার জন্য় আপনি আনিয়ে নিতে পারেন স্য়ান্ডউইচ। চিজ, চিকেন, কর্ন, চিজ কর্ন- অনেক অপশন রয়েছে আপনার কাছে।
1/6
ওয়ার্ক ফ্রম হোম করতে করতে অনেক সময়েই ক্লান্তি আসে। ফলে মাঝেমধ্য়েই মনে হয় একটু মুখ চালাই।
ওয়ার্ক ফ্রম হোম করতে করতে অনেক সময়েই ক্লান্তি আসে। ফলে মাঝেমধ্য়েই মনে হয় একটু মুখ চালাই।
advertisement
2/6
যেহেতু গরম, তাই কোল্ড কফি বা সানডেস আনাতে পারেন। ফ্লেভার পছন্দ করা অবশ্য়ই আপনার ব্য়াপার। তবে চকোলেট ফ্লেভার বোধ হয় কারওই অপছন্দ নয়। পাশাপাশি, অর্ডার করতে পারেন মিল্কশেকও।
যেহেতু গরম, তাই কোল্ড কফি বা সানডেস আনাতে পারেন। ফ্লেভার পছন্দ করা অবশ্য়ই আপনার ব্য়াপার। তবে চকোলেট ফ্লেভার বোধ হয় কারওই অপছন্দ নয়। পাশাপাশি, অর্ডার করতে পারেন মিল্কশেকও।
advertisement
3/6
মোমো, গার্লিক ব্রেড, চিলি কর্ন- এসবও আনাতে পারেন। তবে খুব গরমে খুব ভারী খাবার না খাওযাই ভাল।
মোমো, গার্লিক ব্রেড, চিলি কর্ন- এসবও আনাতে পারেন। তবে খুব গরমে খুব ভারী খাবার না খাওযাই ভাল।
advertisement
4/6
গরমের দুপুরে অর্ডার করার আরও একটি বিকল্প হল আইসক্রিম। একটা স্কুপ নিয়ে বসে আপনি কাজ করতেই পারেন।
গরমের দুপুরে অর্ডার করার আরও একটি বিকল্প হল আইসক্রিম। একটা স্কুপ নিয়ে বসে আপনি কাজ করতেই পারেন।
advertisement
5/6
আইসক্রিমের ক্ষেত্রেও ফ্লেভার পছন্দ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তবে আম বা স্ট্রবেরি গরমে ভালই লাগে। আনাতে পারেন ট্য়ুটি ফ্রুটিও।
আইসক্রিমের ক্ষেত্রেও ফ্লেভার পছন্দ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তবে আম বা স্ট্রবেরি গরমে ভালই লাগে। আনাতে পারেন ট্য়ুটি ফ্রুটিও।
advertisement
6/6
সন্ধেবেলা খাবার জন্য় আপনি আনিয়ে নিতে পারেন স্য়ান্ডউইচ। চিজ, চিকেন, কর্ন, চিজ কর্ন- অনেক অপশন রয়েছে আপনার কাছে।
সন্ধেবেলা খাবার জন্য় আপনি আনিয়ে নিতে পারেন স্য়ান্ডউইচ। চিজ, চিকেন, কর্ন, চিজ কর্ন- অনেক অপশন রয়েছে আপনার কাছে।
advertisement
advertisement
advertisement