‘‌‌যৌনতার পর শরীরে নখের দাগ’, মেয়েরা সঙ্গমের সময় পুরুষকে কী ধরনের তৃপ্তি দিতে চায়, দেখুন

Last Updated:
যৌনতার ধারণা এক এক জনের কাছে এক এক রকম
1/6
১। সাধারণতা যৌনতার ধারণা এক এক জনের কাছে এক এক রকম। তাই যৌনতার ধারণা নিয়ে পুরুষ সঙ্গীটি যদি তাঁর সব মহিলা সঙ্গীর সঙ্গে সমান ভাবে মেশেন, তাহলে তৃপ্তি পাওয়া মুশকিল।
১। সাধারণতা যৌনতার ধারণা এক এক জনের কাছে এক এক রকম। তাই যৌনতার ধারণা নিয়ে পুরুষ সঙ্গীটি যদি তাঁর সব মহিলা সঙ্গীর সঙ্গে সমান ভাবে মেশেন, তাহলে তৃপ্তি পাওয়া মুশকিল।
2/6
২। সাধারণত এক ধরণের মহিলারা ‌‘‌সফ্ট সেক্স’‌ পছন্দ করেন। তাঁরা স্বাভাবিক আদরের গতিতে এগিয়ে যেতে চান।
২। সাধারণত এক ধরণের মহিলারা ‌‘‌সফ্ট সেক্স’‌ পছন্দ করেন। তাঁরা স্বাভাবিক আদরের গতিতে এগিয়ে যেতে চান।
3/6
৩। কিন্তু কেউ কেউ আবার সেদিকে যেতে চান না। তাঁদের ‘‌রাফ সেক্স’‌ পছন্দ। মন থেকে তাঁরা চান, পুরুষ সঙ্গীর সঙ্গে মত্ত হতে।
৩। কিন্তু কেউ কেউ আবার সেদিকে যেতে চান না। তাঁদের ‘‌রাফ সেক্স’‌ পছন্দ। মন থেকে তাঁরা চান, পুরুষ সঙ্গীর সঙ্গে মত্ত হতে।
4/6
৪। এর পাশাপাশি মেয়েদের মনে কাজ করে পুরুষ সঙ্গীর তৃপ্তির বিষয়টিও। কারণ বেশিরভাগ পুরুষ এই ধরণের যৌনতাই পছন্দ করেন।
৪। এর পাশাপাশি মেয়েদের মনে কাজ করে পুরুষ সঙ্গীর তৃপ্তির বিষয়টিও। কারণ বেশিরভাগ পুরুষ এই ধরণের যৌনতাই পছন্দ করেন।
5/6
৫। তাই ‘‌দৃঢ়’‌ যৌনতায় অনেক মহিলাই উন্মত্ত হয়ে নখের আঁচড়, কামড় পছন্দ করে থাকেন। তাতে পুরুষ সঙ্গীটিও তৃপ্ত হয়।
৫। তাই ‘‌দৃঢ়’‌ যৌনতায় অনেক মহিলাই উন্মত্ত হয়ে নখের আঁচড়, কামড় পছন্দ করে থাকেন। তাতে পুরুষ সঙ্গীটিও তৃপ্ত হয়।
6/6
৬। তবে এক্ষেত্রে এমন কিছু না করাই ভাল যাতে আপনি বা আপনার সঙ্গী আহত না হন। সেটি খেয়াল রাখতে হবে আপনাকেই।
৬। তবে এক্ষেত্রে এমন কিছু না করাই ভাল যাতে আপনি বা আপনার সঙ্গী আহত না হন। সেটি খেয়াল রাখতে হবে আপনাকেই।