Quiz: দামি অ্যাপেলের ফোন কেনার খুব ইচ্ছে, আগে বলুন দেখি iPhone-র ছোট i-এর মানে কী?খুব সহজ উত্তর কিন্তু ৯৯% মানুষ জানেন না
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অ্যাপেলের ফোনকে iPhone বলে৷ অন্যান্য সংস্থার যে ফোন রয়েছে তার আলাদা করে নাম সেভাবে শোনা যায় না৷ শুধু অ্যাপেলর ফোনই নয়, অ্যাপেলের ল্যাপটপ বা ট্যাবকে বলে iMac, iPad. iPhone-iPad-iMac-এ এই i-র মানে কী? অনেকেই এর মানে জানেন না, শিওর৷ আপনিও কী সেই দলের? তাহলে আজ এই প্রতিবেদন আপনার জ্ঞান বাড়িয়ে দেবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অ্যাপেলের ফোনকে iPhone বলে৷ অন্যান্য সংস্থার যে ফোন রয়েছে তার আলাদা করে নাম সেভাবে শোনা যায় না৷ শুধু অ্যাপেলর ফোনই নয়, অ্যাপেলের ল্যাপটপ বা ট্যাবকে বলে iMac, iPad. iPhone-iPad-iMac-এ এই i-র মানে কী? অনেকেই এর মানে জানেন না, শিওর৷ আপনিও কী সেই দলের? তাহলে আজ এই প্রতিবেদন আপনার জ্ঞান বাড়িয়ে দেবে৷
advertisement
advertisement
advertisement
অ্যাপল পণ্যে 'আই' মানে 'ইন্টারনেট, (internet) ব্যক্তিগত, (individual) নির্দেশ,(instruct) তথ্য (inform) এবং অনুপ্রেরণা' (inspire)। এটি 1998 সালে iMac লঞ্চের সময় স্টিভ জবস এমনই ব্যাখ্যা করেন। স্টিভ শ্রোতা এবং কর্মচারীদের কাছে কোম্পানির মূল্যবোধ এবং নীতিগুলি শেখানোর জন্য একটি ব্যক্তিগত এবং 'নির্দেশনা' হিসাবে 'i' চালু করার দিকে মন দেন।