কোরিয়ান ওয়েব সিরিজ থেকে পপ গান, জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়ে ফেলেছে এই দু'টোই। আবার এই দুই আঙ্গিককে ছাপিয়ে গিয়েছে কোরিয়ান রূপ চর্চার পদ্ধতি। ধীরে ধীরে দৈনিক জীবনযাত্রার প্রতি পরতে ঢুকে পড়ছে কোরিয়া। এখন যেমন ওজন কমাতেও অনেকে বেছে নিচ্ছেন এই দেশের স্টাইল। সেটা ঠিক কী রকম জেনে নেওয়া যাক, কাজে লাগতে পারে সবারই!
সিফুড
আগেই বলেছি কোরিয়ানরা আমিষ খেতে ভালোবাসেন। আর সেখানে শীর্ষ তালিকায় থাকে সিফুড বা সামুদ্রিক খাবার। হাই প্রোটিন আছে বা ওজন বাড়িয়ে দিতে পারে এরকম মাংসের পরিবর্তে তাঁরা সিফুড খান। কারণ সিফুডে থাকে লিন প্রোটিন অর্থাৎ এতে ফ্যাট ও ক্যালোরি দুই কম থাকে। তাঁরা মনে করেন যে মাংস খাওয়ার চেয়ে তিন আউন্স মাছ খাওয়া ভালো। কারণ সেটা হজম করতে সুবিধা হয় এবং ক্যালোরিও কম থাকে। তাছাড়া সিফুডে যে পরিমাণ প্রোটিন থাকে সেটা বেশ অনেকক্ষণ পেট ভর্তি রাখে, ফলে উল্টোপাল্টা খাওয়ার অবকাশ থাকে না।