Weight Loss Tips: কিছুতেই ওজন কমছে না! রইল খালি হাতে ৫ এক্সারসাইজের হদিশ, কাজ হবে নিমেষে!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Weight loss tips: ওয়েট ট্রেনিং না করলে জিমে যাওয়ার চেয়ে ঘরোয়া ব্যায়াম ও যোগাসনেই উপকার বেশি বলে বিশেষজ্ঞদের মত।
advertisement
advertisement
বাইসাইকেল ক্রাঞ্চ: প্রথম ধাপ: চিত হয়ে শুতে হবে। দু’পা থাকবে সোজা। দু’হাত থাকবে মাথার পিছনে। দ্বিতীয় ধাপ: মাথা, কাঁধ এবং পিঠ উপরের দিকে তুলতে হবে। তৃতীয় ধাপ: এই অবস্থায় ডান হাঁটু আসবে বাম বুকের দিকে। একই সময়ে বাম হাতের কনুই যাবে ডান হাঁটুর দিকে। চতুর্থ ধাপ: হাঁটু এবং কনুই যাতে শরীরের কেন্দ্রের দিকে আসে সেটা নিশ্চিত করতে হবে। পঞ্চম ধাপ: এবার অন্য হাঁটু এবং কনুই দিয়ে এই অবস্থার পুনরাবৃত্তি করতে হবে। এভাবে মোট ২০ বার করার পরামর্শ দেওয়া হয়।
advertisement
কেটলবেল সুইং: প্রথম ধাপ: দু’পা ফাঁক করে সোজা হয়ে দাঁড়াতে হবে। দ্বিতীয় ধাপ: দু’হাত দিয়ে ধরতে হবে কেটলবেলের হ্যান্ডেল। তৃতীয় ধাপ: এবার বৈঠকের ভঙ্গীমায় সামান্য হাঁটু ভাঁজ করতে হবে। নিতম্ব থাকবে সোজা। বুক সামান্য ঝুঁকে থাকবে সামনের দিকে। চতুর্থ ধাপ: কেটলবেল দু’পায়ের ফাঁক দিয়ে টেনে যতটা সম্ভব উপর দিকে নিয়ে যেতে হবে। ফের তা যাবে দু’পায়ের ফাঁক দিয়ে পিছনে। পঞ্চম ধাপ: এই অবস্থায় হাত এবং কাঁধ থাকবে সোজা। শরীর থাকবে টানটান। ষষ্ঠ ধাপ: বৈঠকের অবস্থানে ফিরে এই অবস্থার পুনরাবৃত্তি চালিয়ে যেতে হবে।
advertisement
মাউন্টেন ক্লাইম্বার: প্রথম ধাপ: শরীর থাকবে পুশ আপের অবস্থানে। কাঁধ থেকে হাত এবং কোমর থেকে পা থাকবে টানটান। দ্বিতীয় ধাপ: এবার পা টেনে বুকের কাছে আনতে হবে। পায়ের পাতা মাটির সঙ্গে লেগে থাকবে। তৃতীয় ধাপ: বিরতি নিয়ে পা আগের অবস্থানে নিয়ে গিয়ে অন্য পাকে টেনে বুকের কাছে আনতে হবে। চতুর্থ ধাপ: এভাবে দুটো পা মিলিয়ে ২০ বার করতে হবে।
advertisement
রাশিয়ান টুইস্ট: প্রথম ধাপ: প্রথমে মেঝেতে বসতে হবে। হাঁটু সামান্য ভাঁজ করে ভি আকৃতি তৈরি করে। পায়ের পাতা লেগে থাকবে মাটির সঙ্গে। দ্বিতীয় ধাপ: এবার পিছন দিকে সামান্য ঝুঁকতে হবে। এই অবস্থায় একটা কেটলবেল দুহাতে ধরে ডানদিক থেকে বামদিক এবং বামদিক থেকে ডানদিকে নিয়ে যেতে হবে। শরীরের সমস্ত ভর থাকবে নিতম্বের উপর। তৃতীয় ধাপ: এই সময় ঘাড় এবং মাথাও ডানদিক থেকে বামদিক এবং বামদিক থেকে ডানদিকে যাবে।
advertisement
বক্স জাম্প স্কোয়াট: প্রথম ধাপ: দু’পা ফাঁক করে, হাঁটু সামান্য ভাঁজ করে শরীরকে রাখতে হবে স্কোয়াটের অবস্থানে। সামনে থাকবে ৩-৪ ফুট উঁচু একটা বাক্স। দ্বিতীয় ধাপ: এবার লাফ দিয়ে সেই বাক্সের উপর উঠতে হবে। ফের পিছন দিকে লাফ দিয়ে নামতে হবে মেঝেতে। লাফ দেওয়ার সময় যাতে শরীরের ভারসাম্য ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তৃতীয় ধাপ: এভাবে ২০ বার অভ্যাস করতে হবে।