দই অন্যতম সেরা প্রোবায়টিক। তাই এমনিতেই প্রতিদিনের খাদ্যতালিকায় দই রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটা শুধু শরীরকে ঠান্ডা রাখে তাই নয়, শরীরকে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখানে তেমনই কয়েকটি রায়তার রেসিপি দেওয়া হল যা শুধুমাত্র শরীরকে হাইড্রেটেড করা ছাড়াও ওজন কমানোর প্রক্রিয়াকেও ত্বরাণ্বিত করবে।