Weight Loss Tips: শীতের দিনে পার্টি-পিকনিকে ওজন বাড়ছে? রইল ফাইবার সমৃদ্ধ ৫ সবজির নাম, মেদ কমবেই!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Weight Loss Tips: ফাইবার কোন খাবারে বেশি? কোন সবজি খেলে ফাইবার বেশি পরিমাণে পাওয়া যাবে? পুষ্টিগুণে ভরা তেমনই পাঁচটি সবজির নাম জেনে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
মটরশুঁটি-- এক কাপ কড়াইশুটিতে ফাইবার রয়েছে ৭ গ্রাম। তা ছাড়া রয়েছে প্রোটিনও। যাঁরা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাঁদের খাওয়াদাওয়ায় এই দু’টি বিষয়েই গুরুত্ব দিতে বলা হয়। তাঁরা কড়াইশুটিও রাখতে পারেন খাদ্য তালিকায়। কারণ কড়াইশুটি এ সবের পাশাপাশি কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। কড়াইশুটিতে ভিটামিন এ, সি, কে এবং বি ভিটামিনও রয়েছে।
advertisement
advertisement
advertisement







