Weekend Trip: হাতে দু’দিনের ছুটি? পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর বাংলার আদিবাসী এই মায়াবী গ্রাম! খরচ হবে নামমাত্র
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Weekend Trip: হাতে এক-দু’দিনের ছুটি থাকলেই শিউলিবনার কথা ভাবতে পারেন। শুশুনিয়ার পাদদেশে এক আদিবাসী গ্রাম শিউলিবনা।
advertisement
কোনও এক সময় এই আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে এসেছিলেন জনৈক সাধু বাবা। গরিব গ্রামবাসীরা সাধু বাবার জন্য ব্যবস্থা করেছিলেন একটি পাতার কুটির। তারপর ধীরে ধীরে সাধু বাবার আন্তরিক প্রচেষ্টায় বদলে গেছে প্রত্যন্ত গ্রামটির চেহারা। তৈরি হয়েছে ঝকঝকে রাস্তাঘাট, পাওয়া যাচ্ছে পরিশুদ্ধ পানীয় জল এবং গ্রামের কচিকাঁচার প্রায় বিনামূল্যে শিখছে পড়াশোনা।
advertisement
advertisement
advertisement
advertisement
