Weekend Trip: এ যেন বিদেশ...! কলকাতার কাছেই ছবির মতো সুন্দর রিসর্ট, এলাহি খানাপিনা! সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন, রইল ঠিকানা

Last Updated:
Weekend Trip: কলকাতার কাছেই অক্স-বো লেকের আনন্দ নিতে গন্তব্য হতে পারে এই স্থান, আছে রাত্রি বাসের সুবিধাও...
1/6
*শহরের কোলাহল থেকে মাত্র কিছুটা দূরেই, অক্স-বো লেকের কোলে মনোরম পরিবেশে পরিবার বা প্রিয়জনকে নিয়ে ছুটি কাটিয়ে আসতেই পারেন একদিন।
*শহরের কোলাহল থেকে মাত্র কিছুটা দূরেই, অক্স-বো লেকের কোলে মনোরম পরিবেশে পরিবার বা প্রিয়জনকে নিয়ে ছুটি কাটিয়ে আসতেই পারেন একদিন।
advertisement
2/6
*কলকাতা থেকে মাত্র দুই-আড়াই ঘণ্টার দূরত্বের এমনই মন কেড়ে নেওয়া গন্তব্য বাঁওরবিতান এখন ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
*কলকাতা থেকে মাত্র দুই-আড়াই ঘণ্টার দূরত্বের এমনই মন কেড়ে নেওয়া গন্তব্য বাঁওরবিতান এখন ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
advertisement
3/6
*গোবরডাঙা স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্র যেন অক্স-বো লেকের সৌন্দর্যের অনুভূতি যোগাবে আপনাকে।
*গোবরডাঙা স্টেশন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্র যেন অক্স-বো লেকের সৌন্দর্যের অনুভূতি যোগাবে আপনাকে।
advertisement
4/6
*বাঁওরের জলে ভেসে থাকা ডিঙি নৌকা, চারপাশে ফল-ফুলের গাছ, পাখির ডাক আপনাকে এক অন্য অনুভূতি দেবে।
*বাঁওরের জলে ভেসে থাকা ডিঙি নৌকা, চারপাশে ফল-ফুলের গাছ, পাখির ডাক আপনাকে এক অন্য অনুভূতি দেবে।
advertisement
5/6
*রয়েছে থাকার ব্যবস্থাও। পরিষ্কার পরিচ্ছন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, রয়েছে নামমাত্র খরচে পছন্দ সই ভুরিভোজের আয়োজন।
*রয়েছে থাকার ব্যবস্থাও। পরিষ্কার পরিচ্ছন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, রয়েছে নামমাত্র খরচে পছন্দ সই ভুরিভোজের আয়োজন।
advertisement
6/6
*তাই একদিনের ছুটিতে, প্রকৃতি ও শান্তির খোঁজে যারা কলকাতার আশেপাশে কোথাও যেতে চান, তাঁদের জন্য বাঁওরবিতান হতে পারে এক দারুণ অপশন।
*তাই একদিনের ছুটিতে, প্রকৃতি ও শান্তির খোঁজে যারা কলকাতার আশেপাশে কোথাও যেতে চান, তাঁদের জন্য বাঁওরবিতান হতে পারে এক দারুণ অপশন।
advertisement
advertisement
advertisement