Weekend Trip: শীতের ছুটিতে সুন্দরবনের দুই রত্ন—কলস ও হ্যালিডে দ্বীপ, রোমাঞ্চ আর সৌন্দর্যের মেলবন্ধন! ২ দিনের ছুটিতে ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip: সৌন্দর্যের টানে এই শীতে ঘুরে আসতে পারেন সুন্দরবনের কলস ও হ্যালিডে দ্বীপে। বঙ্গোপসাগর লাগোয়া এই দ্বীপ অপার সৌন্দর্যে ভরপুর।
1/6
সৌন্দর্যের টানে এই শীতে ঘুরে আসতে পারেন সুন্দরবনের কলস ও হ্যালিডে দ্বীপে। বঙ্গোপসাগর লাগোয়া এই দ্বীপ অপার সৌন্দর্যে ভরপুর। দুটি দ্বীপ তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য সকলকে কাছে টানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
সৌন্দর্যের টানে এই শীতে ঘুরে আসতে পারেন সুন্দরবনের কলস ও হ্যালিডে দ্বীপে। বঙ্গোপসাগর লাগোয়া এই দ্বীপ অপার সৌন্দর্যে ভরপুর। দুটি দ্বীপ তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য সকলকে কাছে টানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
কলস ক্যাম্পে কপাল ভাল থাকলে বাঘের দেখা পাবেন আপনি। রামগঙ্গা রেঞ্জের অধীনে এই কলস ক্যাম্প সুন্দরবনের গুরুত্বপূর্ণ একটি ক্যাম্প। এখানে প্রায়শই বাঘ আসে।
কলস ক্যাম্পে কপাল ভাল থাকলে বাঘের দেখা পাবেন আপনি। রামগঙ্গা রেঞ্জের অধীনে এই কলস ক্যাম্প সুন্দরবনের গুরুত্বপূর্ণ একটি ক্যাম্প। এখানে প্রায়শই বাঘ আসে।
advertisement
3/6
অপরদিকে হ্যালিডে একটি ক্ষয়িষ্ণু দ্বীপ। এই দ্বীপের সৌন্দর্য অতুলনীয়। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের ধাক্কায় দ্বীপটি ক্রমশ ছোট হচ্ছে। এখানে বাঘ নেই।
অপরদিকে হ্যালিডে একটি ক্ষয়িষ্ণু দ্বীপ। এই দ্বীপের সৌন্দর্য অতুলনীয়। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের ধাক্কায় দ্বীপটি ক্রমশ ছোট হচ্ছে। এখানে বাঘ নেই।
advertisement
4/6
কলসে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর জন্য এখানে রয়েছে জলাশয়। এই জলাশয়ে মিষ্টি জল পাওয়া যায়। এখানে অন্যান্য বন্যপ্রাণীর মত বাঘ ও আসে জল খেতে। ফলে বাঘ দেখার সম্ভবনা খুব বেশি।
কলসে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর জন্য এখানে রয়েছে জলাশয়। এই জলাশয়ে মিষ্টি জল পাওয়া যায়। এখানে অন্যান্য বন্যপ্রাণীর মত বাঘ ও আসে জল খেতে। ফলে বাঘ দেখার সম্ভবনা খুব বেশি।
advertisement
5/6
রামগঙ্গা রেঞ্জের এই ক্যাম্পটি খুবই সুন্দর একটি জায়গা। পর্যটকদের জন্য এখানে তারের জাল দিয়ে ঘেরা সুরক্ষা বলয় রয়েছে। ভিতরে রয়েছে বিভিন্ন ম্যানগ্রোভ গাছ।
রামগঙ্গা রেঞ্জের এই ক্যাম্পটি খুবই সুন্দর একটি জায়গা। পর্যটকদের জন্য এখানে তারের জাল দিয়ে ঘেরা সুরক্ষা বলয় রয়েছে। ভিতরে রয়েছে বিভিন্ন ম্যানগ্রোভ গাছ।
advertisement
6/6
হ্যালিডে দ্বীপের বিস্তার প্রায় ৬ বর্গ কিলোমিটার। ১৯৭৬ সালে হ্যালিডে দ্বীপকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকেই এই স্থানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
হ্যালিডে দ্বীপের বিস্তার প্রায় ৬ বর্গ কিলোমিটার। ১৯৭৬ সালে হ্যালিডে দ্বীপকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকেই এই স্থানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement