Weekend Trip: শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার ঠিকানা খুঁজছেন? চলে আসুন এই ঠিকানায়! মন ভরে যাবে!

Last Updated:
Weekend Trip: বিদ্যাধরী নদীর তীরে গড়ে ওঠা গাজীখালি প্রকৃতি উদ্যানটি ঘিরে রয়েছে ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য। গরান, গেওয়া, সুন্দরী গাছের ছায়ায় ঢাকা এই অঞ্চল মনকে প্রশান্তি দেয়, মন্থর নদীর ধারা যেন গায়ে মেখে দেয় শান্তির পরশ।
1/6
কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ পেরোলেই পৌঁছে যেতে পারেন এক অনন্য প্রাকৃতিক পরিবেশে—সন্দেশখালির গাজীখালি। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির গাজিখালি অঞ্চলে অবস্থিত এই জায়গা বর্তমানে ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে।
কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ পেরোলেই পৌঁছে যেতে পারেন এক অনন্য প্রাকৃতিক পরিবেশে—সন্দেশখালির গাজীখালি। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির গাজিখালি অঞ্চলে অবস্থিত এই জায়গা বর্তমানে ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে।
advertisement
2/6
বিদ্যাধরী নদীর তীরে গড়ে ওঠা গাজীখালি প্রকৃতি উদ্যানটি ঘিরে রয়েছে ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য। গরান, গেওয়া, সুন্দরী গাছের ছায়ায় ঢাকা এই অঞ্চল মনকে প্রশান্তি দেয়, মন্থর নদীর ধারা যেন গায়ে মেখে দেয় শান্তির পরশ।
বিদ্যাধরী নদীর তীরে গড়ে ওঠা গাজীখালি প্রকৃতি উদ্যানটি ঘিরে রয়েছে ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্য। গরান, গেওয়া, সুন্দরী গাছের ছায়ায় ঢাকা এই অঞ্চল মনকে প্রশান্তি দেয়, মন্থর নদীর ধারা যেন গায়ে মেখে দেয় শান্তির পরশ।
advertisement
3/6
গাজীখালি অঞ্চলের অন্যতম আকর্ষণ হলো এখানকার প্রাকৃতিকভাবে জন্মানো ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরবনের এই ছোট্ট ছোঁয়ায় যেমন পরিবেশ প্রেমীদের মুগ্ধ করে, তেমনই শিক্ষার্থীদের জন্যও এটি একটি জীবন্ত প্রাকৃতিক গবেষণাগার।
গাজীখালি অঞ্চলের অন্যতম আকর্ষণ হলো এখানকার প্রাকৃতিকভাবে জন্মানো ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরবনের এই ছোট্ট ছোঁয়ায় যেমন পরিবেশ প্রেমীদের মুগ্ধ করে, তেমনই শিক্ষার্থীদের জন্যও এটি একটি জীবন্ত প্রাকৃতিক গবেষণাগার।
advertisement
4/6
এখনও খুব বেশি মানুষের ভিড় না থাকায় জায়গাটি তুলনামূলকভাবে শান্ত ও নিরিবিলি। শহরের দৌড়ঝাঁপের বাইরে যারা একটু নিঃশব্দে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান, তাঁদের জন্য গাজীখালি হতে পারে এক আদর্শ গন্তব্য।
এখনও খুব বেশি মানুষের ভিড় না থাকায় জায়গাটি তুলনামূলকভাবে শান্ত ও নিরিবিলি। শহরের দৌড়ঝাঁপের বাইরে যারা একটু নিঃশব্দে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান, তাঁদের জন্য গাজীখালি হতে পারে এক আদর্শ গন্তব্য।
advertisement
5/6
শুধু বেড়ান নয়, অনেকে তাঁদের অবসর সময় কাটাতে বা পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করতেও এই অঞ্চলে আসেন। নদীর পাড়ে বসে সময় কাটানো, কিংবা গাছের ছায়ায় হেঁটে চলা—সবটাই মন ভালো করে দেওয়ার মতো।
শুধু বেড়ান নয়, অনেকে তাঁদের অবসর সময় কাটাতে বা পারিবারিক ভ্রমণের পরিকল্পনা করতেও এই অঞ্চলে আসেন। নদীর পাড়ে বসে সময় কাটানো, কিংবা গাছের ছায়ায় হেঁটে চলা—সবটাই মন ভালো করে দেওয়ার মতো।
advertisement
6/6
পর্যটনের পাশাপাশি পিকনিক করার জন্যও এই স্থানটি একেবারে উপযুক্ত। বিস্তীর্ণ ফাঁকা জায়গা, নির্জন পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য—সব মিলিয়ে গাজীখালি এক দারুণ দিনযাপনের ঠিকানা হয়ে উঠছে ধীরে ধীরে।
পর্যটনের পাশাপাশি পিকনিক করার জন্যও এই স্থানটি একেবারে উপযুক্ত। বিস্তীর্ণ ফাঁকা জায়গা, নির্জন পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য—সব মিলিয়ে গাজীখালি এক দারুণ দিনযাপনের ঠিকানা হয়ে উঠছে ধীরে ধীরে।
advertisement
advertisement
advertisement