Weekend Trip: দিঘা-মন্দারমণি ছাড়ুন! কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 'ভার্জিন' সমুদ্র সৈকত, সপ্তাহান্তে ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip: সমুদ্রের ঢেউ ও নির্জনতায় প্রিয় মানুষের সঙ্গে একাত্ম হতে চলে আসুন এই জায়গায়। মন্দারমনি যাওয়ার আগে, অচেনা অজানা নির্জন সমুদ্র সৈকত দক্ষিণ পুরুষোত্তমপুর গন্তব্য হোক। 
1/6
কাছে পিঠে বেড়াতে যেতে ভালবাসে বাঙালি। শীতের সময় পিকনিক বা কাছে পিঠে বেড়াতে যেতে বাঙালির প্রথম পছন্দ সমুদ্র সৈকত। কিন্তু বারবার দিঘা-মন্দারমনি যাওয়া আসায় একঘেয়েমি লাগে। এবার এমন এক অজানা অচেনা সমুদ্র সৈকতের ঠিকানা বাঙালির বারবার দিঘা ও মন্দারমনি যাওয়ার একঘেয়েমি কাটিয়ে তুলবে। মন্দারমনির প্রায় তিন কিলোমিটার আগে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ। (ছবি ও তথ্য সৈকত শী)
কাছে পিঠে বেড়াতে যেতে ভালবাসে বাঙালি। শীতের সময় পিকনিক বা কাছে পিঠে বেড়াতে যেতে বাঙালির প্রথম পছন্দ সমুদ্র সৈকত। কিন্তু বারবার দিঘা-মন্দারমনি যাওয়া আসায় একঘেয়েমি লাগে। এবার এমন এক অজানা অচেনা সমুদ্র সৈকতের ঠিকানা বাঙালির বারবার দিঘা ও মন্দারমনি যাওয়ার একঘেয়েমি কাটিয়ে তুলবে। মন্দারমনির প্রায় তিন কিলোমিটার আগে দক্ষিণ পুরুষোত্তমপুর সি বিচ। (ছবি ও তথ্য সৈকত শী)
advertisement
2/6
অনেকের ইচ্ছা নির্জন কোনও সমুদ্র সৈকতে, সমুদ্রের গর্জন আর সামুদ্রিক পরিবেশ উপভোগ করার। যেখানে থাকবে না মানুষের কোলাহল, থাকবে না কোনও দোকানপাট, থাকবে না কৃত্রিম ভাবে সাজান সমুদ্র সৈকত। সেরকমই একটি সমুদ্র সৈকত হল দক্ষিণ পুরুষোত্তমপুর।
অনেকের ইচ্ছা নির্জন কোনও সমুদ্র সৈকতে, সমুদ্রের গর্জন আর সামুদ্রিক পরিবেশ উপভোগ করার। যেখানে থাকবে না মানুষের কোলাহল, থাকবে না কোনও দোকানপাট, থাকবে না কৃত্রিম ভাবে সাজান সমুদ্র সৈকত। সেরকমই একটি সমুদ্র সৈকত হল দক্ষিণ পুরুষোত্তমপুর।
advertisement
3/6
জনমানব শূন্য নির্জন বিচে শুধু লাল কাঁকড়ার আনাগোনা আর অসংখ্য ঝিনুকের ছড়াছড়ি। সৈকতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার মত। বিচেই প্রকৃতিকে খুঁজে পাবেন। এখানে রয়েছে শুধুই প্রাকৃতিক উদ্দামতা। চুপচাপ দাঁড়িয়ে থাকলে বাতাসের শব্দ আর সমুদ্রের গর্জন আমাদের মোহাবিষ্ট করে করে রাখে পর্যটকদের
জনমানব শূন্য নির্জন বিচে শুধু লাল কাঁকড়ার আনাগোনা আর অসংখ্য ঝিনুকের ছড়াছড়ি। সৈকতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার মত। বিচেই প্রকৃতিকে খুঁজে পাবেন। এখানে রয়েছে শুধুই প্রাকৃতিক উদ্দামতা। চুপচাপ দাঁড়িয়ে থাকলে বাতাসের শব্দ আর সমুদ্রের গর্জন আমাদের মোহাবিষ্ট করে করে রাখে পর্যটকদের।
advertisement
4/6
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সমুদ্র সৈকতে অসংখ্য ঝিনুক আর লাল কাঁকড়ার খেলে বেড়ান অপার্থিব সুখের আনন্দ দেবে। পুরো সৈকত জুড়ে অজস্র লাল কাঁকড়া খেলে বেড়াচ্ছে। সমুদ্রের দিকে যাচ্ছে আবার ঢেউয়ের ঠেলায় ফিরে আসছে। কাছে গেলেই পালিয়ে যায়। লাল কাকড়ার সঙ্গে ছোটাছুটিতেই কেটে যাবে সময়। লাল কাঁকড়ার সমুদ্র স্নান দেখা পর্যটকদের আলাদা অনুভূতি দেবে। এই নির্জন বিচে শুধু পর্যটক আর প্রকৃতির মেলবন্ধন ছাড়া অন্য কিছুই নেই। এই সমুদ্র সৈকত জায়গাটা মন্দারমণি পথে মোটামুটি আড়াই-তিন কিলোমিটার আগে।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সমুদ্র সৈকতে অসংখ্য ঝিনুক আর লাল কাঁকড়ার খেলে বেড়ান অপার্থিব সুখের আনন্দ দেবে। পুরো সৈকত জুড়ে অজস্র লাল কাঁকড়া খেলে বেড়াচ্ছে। সমুদ্রের দিকে যাচ্ছে আবার ঢেউয়ের ঠেলায় ফিরে আসছে। কাছে গেলেই পালিয়ে যায়। লাল কাকড়ার সঙ্গে ছোটাছুটিতেই কেটে যাবে সময়। লাল কাঁকড়ার সমুদ্র স্নান দেখা পর্যটকদের আলাদা অনুভূতি দেবে। এই নির্জন বিচে শুধু পর্যটক আর প্রকৃতির মেলবন্ধন ছাড়া অন্য কিছুই নেই। এই সমুদ্র সৈকত জায়গাটা মন্দারমণি পথে মোটামুটি আড়াই-তিন কিলোমিটার আগে।
advertisement
5/6
মন্দারমনি যাওয়ার আগে এই দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতের নির্জন প্রকৃতির ছবি শিকারীদের জন্য আদর্শ জায়গা। দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতে রয়েছে 'কোয়েস্ট ইন বিচ রিসোর্ট'(Quest Inn Beach Resort)-এ। একদম নতুন একটা রিসোর্ট। সমুদ্রের একদম ধারে, আর রিসোর্ট থেকেই সমুদ্রে যাওয়ার প্রাইভেট বিচ এক্সেস রয়েছে। এর পাশাপাশি এখানে একটি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের আশ্রম রয়েছে। তাদের গেস্ট হাউসেই থাকতে পারবেন পর্যটকেরা। আশ্রমের গেস্ট হাউসে থাকা-খাওয়া মিলিয়ে একদিনের খরচ মাত্র এক হাজার টাকা।
মন্দারমনি যাওয়ার আগে এই দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতের নির্জন প্রকৃতির ছবি শিকারীদের জন্য আদর্শ জায়গা। দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতে রয়েছে 'কোয়েস্ট ইন বিচ রিসোর্ট'(Quest Inn Beach Resort)-এ। একদম নতুন একটা রিসোর্ট। সমুদ্রের একদম ধারে, আর রিসোর্ট থেকেই সমুদ্রে যাওয়ার প্রাইভেট বিচ এক্সেস রয়েছে। এর পাশাপাশি এখানে একটি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের আশ্রম রয়েছে। তাদের গেস্ট হাউসেই থাকতে পারবেন পর্যটকেরা। আশ্রমের গেস্ট হাউসে থাকা-খাওয়া মিলিয়ে একদিনের খরচ মাত্র এক হাজার টাকা।
advertisement
6/6
ছুটির দিন বা সপ্তাহান্তে এক-দুদিনের জন্য সমস্ত স্ট্রেস থেকে দূরে গিয়ে, নিজের সিস্টেমকে রিস্টার্ট করে নেওয়ার আদর্শ জায়গা। এ বিষয়েএই সমুদ্র সৈকতে আগত পর্যটক আশীষ লাহিড়ী জানান, ' নির্জনতা, উন্মুক্ত পরিবেশ, লাল কাঁকড়া এই সমুদ্র সৈকতের ইউএসপি। এখানে পুরো সমুদ্র সৈকত যেন একটি ক্যানভাস। ভিড় ছেড়ে যারা প্রকৃতিকে উপভোগ করতে চায় তাদের জন্য আদর্শ জায়গা।' এবার দুর্গা পুজোর সময় জনকোলাহল এড়িয়ে দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত পর্যটকদের গন্তব্য। (ছবি ও তথ্য সৈকত শী)
ছুটির দিন বা সপ্তাহান্তে এক-দুদিনের জন্য সমস্ত স্ট্রেস থেকে দূরে গিয়ে, নিজের সিস্টেমকে রিস্টার্ট করে নেওয়ার আদর্শ জায়গা। এ বিষয়েএই সমুদ্র সৈকতে আগত পর্যটক আশীষ লাহিড়ী জানান, ' নির্জনতা, উন্মুক্ত পরিবেশ, লাল কাঁকড়া এই সমুদ্র সৈকতের ইউএসপি। এখানে পুরো সমুদ্র সৈকত যেন একটি ক্যানভাস। ভিড় ছেড়ে যারা প্রকৃতিকে উপভোগ করতে চায় তাদের জন্য আদর্শ জায়গা।' এবার দুর্গা পুজোর সময় জনকোলাহল এড়িয়ে দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত পর্যটকদের গন্তব্য। (ছবি ও তথ্য সৈকত শী)
advertisement
advertisement
advertisement