বিয়ের মরশুমে পর পর নেমন্তন্ন? ব্যাগে এই জরুরি জিনিসগুলো রাখছেন তো? মিস করলেই মুশকিল!
- Published by:Sanjukta Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ব্যাগে জরুরি কিছু জিনিস রাখতেই হবে। যাতে গোটা সময়টা ধরে সাজটা থাকে পারফেক্ট। দেখে নেওয়া যাক, সেই সব জিনিসের তালিকা।
advertisement
advertisement
advertisement
পেন পারফিউম: সাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সুগন্ধ। তাই মেখে নিতে হবে সুগন্ধী। আর এটা মনকে যথেষ্ট আত্মবিশ্বাসও জোগায়। বিয়ে বাড়িতে নাচ-গান এবং দৌড়াদৌড়ির মাঝে অনেক সময় ঘাম হতে পারে। তাই সঙ্গে একটা ছোট্ট পারফিউম রাখাও জরুরি। অনুষ্ঠান বাড়ির সাজের সঙ্গে মানানসই ছোট্ট ব্যাগে ভরে নেওয়া যেতে পারে একটা পেন পারফিউম বোতল।
advertisement
advertisement
advertisement