বিয়ের মরশুমে পর পর নেমন্তন্ন? ব্যাগে এই জরুরি জিনিসগুলো রাখছেন তো? মিস করলেই মুশকিল!

Last Updated:
ব্যাগে জরুরি কিছু জিনিস রাখতেই হবে। যাতে গোটা সময়টা ধরে সাজটা থাকে পারফেক্ট। দেখে নেওয়া যাক, সেই সব জিনিসের তালিকা।
1/7
শীতকালীন বিয়ের ভরা মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সময়টায় বন্ধুবান্ধব অথবা আত্মীয়-পরিজনের বিয়ে থাকে। ফলে শপিং, প্ল্যানিং এবং নানা রকম কাজের ব্যস্ততা থাকে তুঙ্গে। এর বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠানে প্রায় সকলেই চান নজর কাড়তে কিংবা মধ্যমণি হতে। তাই সাজগোজও করতে হয় সঠিক ভাবে।
শীতকালীন বিয়ের ভরা মরশুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই সময়টায় বন্ধুবান্ধব অথবা আত্মীয়-পরিজনের বিয়ে থাকে। ফলে শপিং, প্ল্যানিং এবং নানা রকম কাজের ব্যস্ততা থাকে তুঙ্গে। এর বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠানে প্রায় সকলেই চান নজর কাড়তে কিংবা মধ্যমণি হতে। তাই সাজগোজও করতে হয় সঠিক ভাবে।
advertisement
2/7
সেই সঙ্গে গয়না কিংবা ব্যাগ তো থাকেই। অনেকেই আবার লুক কমপ্লিট করতে সাজপোশাকের সঙ্গে মানানসই ছোট্ট ক্লাচ ব্যাগ নিয়ে থাকেন। তবে সেই ক্লাচ ব্যাগে জরুরি কিছু জিনিস রাখতেই হবে। যাতে গোটা সময়টা ধরে সাজটা থাকে পারফেক্ট। দেখে নেওয়া যাক, সেই সব জিনিসের তালিকা।
সেই সঙ্গে গয়না কিংবা ব্যাগ তো থাকেই। অনেকেই আবার লুক কমপ্লিট করতে সাজপোশাকের সঙ্গে মানানসই ছোট্ট ক্লাচ ব্যাগ নিয়ে থাকেন। তবে সেই ক্লাচ ব্যাগে জরুরি কিছু জিনিস রাখতেই হবে। যাতে গোটা সময়টা ধরে সাজটা থাকে পারফেক্ট। দেখে নেওয়া যাক, সেই সব জিনিসের তালিকা।
advertisement
3/7
লিপবাম:  শীত কাল মানেই তো ফাটা ঠোঁট আর শুকনো চামড়া। বিজওয়াক্স আসলে হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটা ফাটা ঠোঁটের সমস্যা দূর করে আর ঠোঁট থাকে নরম এবং সুন্দর। ফলে এমন উপাদানে সমৃদ্ধ লিপবাম ত্বক পরিচর্যা এবং মেক-আপের জন্য একেবারে আদর্শ। আর ছোট্ট হ্যান্ডব্যাগ বা ক্লাচেও সুন্দর ভাবে ফিট করে যায় এটি।
লিপবাম: শীত কাল মানেই তো ফাটা ঠোঁট আর শুকনো চামড়া। বিজওয়াক্স আসলে হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটা ফাটা ঠোঁটের সমস্যা দূর করে আর ঠোঁট থাকে নরম এবং সুন্দর। ফলে এমন উপাদানে সমৃদ্ধ লিপবাম ত্বক পরিচর্যা এবং মেক-আপের জন্য একেবারে আদর্শ। আর ছোট্ট হ্যান্ডব্যাগ বা ক্লাচেও সুন্দর ভাবে ফিট করে যায় এটি।
advertisement
4/7
পেন পারফিউম:  সাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সুগন্ধ। তাই মেখে নিতে হবে সুগন্ধী। আর এটা মনকে যথেষ্ট আত্মবিশ্বাসও জোগায়। বিয়ে বাড়িতে নাচ-গান এবং দৌড়াদৌড়ির মাঝে অনেক সময় ঘাম হতে পারে। তাই সঙ্গে একটা ছোট্ট পারফিউম রাখাও জরুরি। অনুষ্ঠান বাড়ির সাজের সঙ্গে মানানসই ছোট্ট ব্যাগে ভরে নেওয়া যেতে পারে একটা পেন পারফিউম বোতল।
পেন পারফিউম: সাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সুগন্ধ। তাই মেখে নিতে হবে সুগন্ধী। আর এটা মনকে যথেষ্ট আত্মবিশ্বাসও জোগায়। বিয়ে বাড়িতে নাচ-গান এবং দৌড়াদৌড়ির মাঝে অনেক সময় ঘাম হতে পারে। তাই সঙ্গে একটা ছোট্ট পারফিউম রাখাও জরুরি। অনুষ্ঠান বাড়ির সাজের সঙ্গে মানানসই ছোট্ট ব্যাগে ভরে নেওয়া যেতে পারে একটা পেন পারফিউম বোতল।
advertisement
5/7
ব্লটিং পেপার:  মুখের ত্বক থেকে নির্গত হওয়া অতিরিক্ত তেল মেক-আপ খারাপ করে দিতে পারে। ফলে সাজটাই মাটি হয়ে যাবে। এই সমস্যা থেকে বাঁচাতে পারে ব্লটিং পেপার। আর ছোট্ট এই জিনিস ক্লাচেও দিব্যি এঁটে যাবে। আর বিয়ে বাড়ির গোটা সময়টা ধরে মেক-আপও থাকবে পারফেক্ট।
ব্লটিং পেপার: মুখের ত্বক থেকে নির্গত হওয়া অতিরিক্ত তেল মেক-আপ খারাপ করে দিতে পারে। ফলে সাজটাই মাটি হয়ে যাবে। এই সমস্যা থেকে বাঁচাতে পারে ব্লটিং পেপার। আর ছোট্ট এই জিনিস ক্লাচেও দিব্যি এঁটে যাবে। আর বিয়ে বাড়ির গোটা সময়টা ধরে মেক-আপও থাকবে পারফেক্ট।
advertisement
6/7
সেফটি পিন:  সেফটি পিনকে মেয়েদের প্রিয় বন্ধুও বলা হয়ে থাকে। বিয়ে বাড়িতে এটা বিভিন্ন সময়ে কাজে আসবে। অনেক সময় ওড়না ঠিক করা, কোনও কিছু খুলে যাওয়া ইত্যাদি নানা রকম সমস্যার ক্ষেত্রে সেফটি পিনই সেই মুশকিল আসান করবে। তাই ছোট্ট হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নিতে হবে কিছু সেফটি পিনও।
সেফটি পিন: সেফটি পিনকে মেয়েদের প্রিয় বন্ধুও বলা হয়ে থাকে। বিয়ে বাড়িতে এটা বিভিন্ন সময়ে কাজে আসবে। অনেক সময় ওড়না ঠিক করা, কোনও কিছু খুলে যাওয়া ইত্যাদি নানা রকম সমস্যার ক্ষেত্রে সেফটি পিনই সেই মুশকিল আসান করবে। তাই ছোট্ট হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নিতে হবে কিছু সেফটি পিনও।
advertisement
7/7
টিস্যু:  বিয়ে বাড়ির সাজের সঙ্গে মানানসই ছোট্ট ব্যাগে রাখতে হবে কয়েকটা টিস্যুও। এই জরুরি জিনিসও নানা রকম কাজে লাগবে।
টিস্যু: বিয়ে বাড়ির সাজের সঙ্গে মানানসই ছোট্ট ব্যাগে রাখতে হবে কয়েকটা টিস্যুও। এই জরুরি জিনিসও নানা রকম কাজে লাগবে।
advertisement
advertisement
advertisement