Wedding Party Make Up Tips: বাঁচবে সময়, লুক হবে নজরকাড়া! বিয়েবাড়ি যাওয়ার আগে সঙ্গে থাক এই কয়েকটা মেক আপ টিপস!

Last Updated:
Wedding Party Make Up Tips: অল্প সময়ে সাধারণ কিছু কসমেটিক্স দিয়ে আনা যায় এমন লুক যা কেড়ে নিতে পারে সবার নজর।
1/7
বিয়ে বাড়ি মানেই সাজগোজ, হইহুল্লোড় আরও কত কী! তবে সাজগোজ করতে গিয়েই যদি কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা, তাহলে তো হইহুল্লোড়টাও মাটি। কিন্তু অল্প সময়ে সাধারণ কিছু কসমেটিক্স দিয়ে আনা যায় এমন লুক যা কেড়ে নিতে পারে সবার নজর। নিচে রইল সেই টিপস।
বিয়ে বাড়ি মানেই সাজগোজ, হইহুল্লোড় আরও কত কী! তবে সাজগোজ করতে গিয়েই যদি কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা, তাহলে তো হইহুল্লোড়টাও মাটি। কিন্তু অল্প সময়ে সাধারণ কিছু কসমেটিক্স দিয়ে আনা যায় এমন লুক যা কেড়ে নিতে পারে সবার নজর। নিচে রইল সেই টিপস।
advertisement
2/7
অয়েলি ফেস মেক আপ সবার প্রথমে মুখটা ভালো করে ধুয়ে প্রাইমার ব্যবহার করতে হবে এবং অয়েলকে স্কিন থেকে সরিয়ে ফেলার জন্য ছিটিয়ে দিতে হবে সামান্য সেটিং স্প্রে। তার পর নিজের স্কিন টোন ম্যাচ করে লাগাতে হবে ফাউন্ডেশন এবং বাকি মেক আপ। এতে সেটিং স্প্রে ব্যবহার করলে ত্বক হাইড্রেটও থাকবে ও অয়েলের সমস্যাও দূর হবে।
অয়েলি ফেস মেক আপ সবার প্রথমে মুখটা ভালো করে ধুয়ে প্রাইমার ব্যবহার করতে হবে এবং অয়েলকে স্কিন থেকে সরিয়ে ফেলার জন্য ছিটিয়ে দিতে হবে সামান্য সেটিং স্প্রে। তার পর নিজের স্কিন টোন ম্যাচ করে লাগাতে হবে ফাউন্ডেশন এবং বাকি মেক আপ। এতে সেটিং স্প্রে ব্যবহার করলে ত্বক হাইড্রেটও থাকবে ও অয়েলের সমস্যাও দূর হবে।
advertisement
3/7
কাজল হল লাইনার লিকুইড লাইনার শেষ হয়ে গিয়েছে? কোনও অসুবিধা নেই। নিজের কাজল পেনসিলকে সামান্য গরম করে তা অল্প গললে সেটাকে ব্যবহার করা যায় আইলাইনার হিসেবে। কিছুক্ষণ শুকিয়ে তার পর আরেক কোট অ্যাপলাই করা যায় তাতে চোখটা ভালো ভাবে ফুটে ওঠে।
কাজল হল লাইনার লিকুইড লাইনার শেষ হয়ে গিয়েছে? কোনও অসুবিধা নেই। নিজের কাজল পেনসিলকে সামান্য গরম করে তা অল্প গললে সেটাকে ব্যবহার করা যায় আইলাইনার হিসেবে। কিছুক্ষণ শুকিয়ে তার পর আরেক কোট অ্যাপলাই করা যায় তাতে চোখটা ভালো ভাবে ফুটে ওঠে।
advertisement
4/7
বড় চোখের রহস্য মাস্কারাকে চোখের পাতার উপরের দিকে না ব্যবহার করে নিজের নাকের দিকে পয়েন্ট করে ব্যবহার করতে হবে। অনেক সময় মাস্কারার পাতাগুলি আটকে যায়, তার জন্য মাস্কারাটিকে একটু গরম করে নিলে পাওয়া যায় স্মুদনেস। এতে ফুটে ওঠে চোখের আকৃতি এবং চোখটা বড় লাগে।
বড় চোখের রহস্য মাস্কারাকে চোখের পাতার উপরের দিকে না ব্যবহার করে নিজের নাকের দিকে পয়েন্ট করে ব্যবহার করতে হবে। অনেক সময় মাস্কারার পাতাগুলি আটকে যায়, তার জন্য মাস্কারাটিকে একটু গরম করে নিলে পাওয়া যায় স্মুদনেস। এতে ফুটে ওঠে চোখের আকৃতি এবং চোখটা বড় লাগে।
advertisement
5/7
কন্টরিংয়ের জাদুতে ফুলার লিপ প্রথমে গাঢ় রঙের লিপ লাইনার ব্যবহার করতে হবে। তার পর তাতে বোলাতে হবে কোনও হালকা রঙের লিপলাইনার পেনসিল। তাতে ঠোঁটের গড়ন খুলবে। ঠোঁটের আকারে একটা পরিপূর্ণতা আসবে।
কন্টরিংয়ের জাদুতে ফুলার লিপ প্রথমে গাঢ় রঙের লিপ লাইনার ব্যবহার করতে হবে। তার পর তাতে বোলাতে হবে কোনও হালকা রঙের লিপলাইনার পেনসিল। তাতে ঠোঁটের গড়ন খুলবে। ঠোঁটের আকারে একটা পরিপূর্ণতা আসবে।
advertisement
6/7
আইশ্যডোর কামাল মাঝে-মধ্যে প্রিয় লেহেঙ্গার সঙ্গে কোনও ভাইব্রেন্ট কালার ব্যবহার করতে ইচ্ছে হয়? মিক্স অ্যান্ড ম্যাচ এখন ট্রেন্ড। যেমন, নীল রঙের লেহেঙ্গার সঙ্গে চোখের ওপর পরে নিতে হবে সবুজ আইশ্যাডো। কিন্তু সেই রঙকে ফোটনোর জন্য প্রথমে ব্যবহার করতে হবে সাদা আইলাইনার। তাহলে এই সবুজ রঙটি এনে দেবে রিফ্রেশিং লুক।
আইশ্যডোর কামাল মাঝে-মধ্যে প্রিয় লেহেঙ্গার সঙ্গে কোনও ভাইব্রেন্ট কালার ব্যবহার করতে ইচ্ছে হয়? মিক্স অ্যান্ড ম্যাচ এখন ট্রেন্ড। যেমন, নীল রঙের লেহেঙ্গার সঙ্গে চোখের ওপর পরে নিতে হবে সবুজ আইশ্যাডো। কিন্তু সেই রঙকে ফোটনোর জন্য প্রথমে ব্যবহার করতে হবে সাদা আইলাইনার। তাহলে এই সবুজ রঙটি এনে দেবে রিফ্রেশিং লুক।
advertisement
7/7
বিনা পয়সায় ম্যাট লিপস্টিক পছন্দের লিপস্টিক লাগানোর পর তার ওপর একটা টিস্যু পেপার নিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তাতে বাড়তি রঙটি উঠে টিস্যুতে লেগে যাবে এবং ঘুরতে বেরোনোর পর তা উঠে যাবে না। এটি ঠোঁটে এনে দেবে একটা ম্যাট লুক এবং লিপস্টিকটি তাড়াতাড়ি উঠেও যাবে না।
বিনা পয়সায় ম্যাট লিপস্টিক পছন্দের লিপস্টিক লাগানোর পর তার ওপর একটা টিস্যু পেপার নিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তাতে বাড়তি রঙটি উঠে টিস্যুতে লেগে যাবে এবং ঘুরতে বেরোনোর পর তা উঠে যাবে না। এটি ঠোঁটে এনে দেবে একটা ম্যাট লুক এবং লিপস্টিকটি তাড়াতাড়ি উঠেও যাবে না।
advertisement
advertisement
advertisement