সিজন চেঞ্জের জ্বরে সবসময় অ্যান্টিবায়োটিক নয়, আয়ুর্বেদিক উপায়ও আছে! বিশেষজ্ঞের কথা চমকে দেবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আয়ুর্বেদিক বিভাগের সিনিয়র কম্পাউন্ডার জগমোহন পরাশরের মতে, আবহাওয়া পরিবর্তনের প্রভাব এড়াতে কিছু ঘরোয়া প্রতিকার গ্রহণ করা যেতে পারে।
একটা সময় ছিল যখন ডাক্তার না দেখিয়ে অ্যান্টিবায়োটিক বড় একটা কেউ খেতেন না! মানেটা সহজ, গুরুতর ভাবে অসুস্থ হলে তবেই অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার পড়ত। এখন আর সে দিন নেই। সামান্য জ্বরজ্বারি হল কী না হল, অনেকেই ওষুধের দোকানে উপসর্গ বলে অ্যান্টিবায়োটিক কিনে খান। কিন্তু সিজন চেঞ্জের জ্বরে ঘরোয়া উপায়ে নিরাপদ নিরাময়ই আদর্শ!
advertisement
আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়ার পরিবর্তনে কাশি, সর্দি, জ্বরের মতো রোগের প্রকোপ দ্রুত বাড়ছে। দৌসার হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে, যার জেরে স্বাস্থ্য পরিষেবার ওপরও চাপ বাড়ছে। এদিকে আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলছেন, ঘরে সুলভ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুত ওষুধ সেবন করলে এই মরশুমি রোগগুলো এড়ানো যায়। জেনে নেওয়া যাক এই আয়ুর্বেদিক ওষুধগুলো সম্পর্কে।
advertisement
advertisement
advertisement
advertisement









