Gardening Tips: কলের জল নাকি RO Water? ঠান্ডা না গরম? এই খোসা ভেজানো জলেই আপনার যে কোনও গাছ ঢাকবে ফলে ফুলে পাতায়

Last Updated:
Gardening Tips: বর্ষাকালেও জল দিতে হবে ইন্ডোর প্ল্যান্টে। গরমকালের তুলনায় কম হলেও জল দেওয়া বন্ধ করলে ক্ষতি হবে গাছের। প্রয়োজনের তুলনায় কম বা বেশি জল দেওয়া যাবে না
1/7
গাছের পরিচর্যার অন্যতম অংশ নিয়ম করে জল দেওয়া। বাগান তো বটেই। ঠিকমতো জল না দিলে ভাল থাকবে না ইন্ডোর প্ল্যান্টসও।
গাছের পরিচর্যার অন্যতম অংশ নিয়ম করে জল দেওয়া। বাগান তো বটেই। ঠিকমতো জল না দিলে ভাল থাকবে না ইন্ডোর প্ল্যান্টসও।
advertisement
2/7
বর্ষাকালেও জল দিতে হবে ইন্ডোর প্ল্যান্টে। গরমকালের তুলনায় কম হলেও জল দেওয়া বন্ধ করলে ক্ষতি হবে গাছের। প্রয়োজনের তুলনায় কম বা বেশি জল দেওয়া যাবে না।
বর্ষাকালেও জল দিতে হবে ইন্ডোর প্ল্যান্টে। গরমকালের তুলনায় কম হলেও জল দেওয়া বন্ধ করলে ক্ষতি হবে গাছের। প্রয়োজনের তুলনায় কম বা বেশি জল দেওয়া যাবে না।
advertisement
3/7
বেশি গরম বা ঠান্ডা জল দেবেন না গাছে। সব সময় ঈষদুষ্ণ বা রুম টেম্পারেচারে আছে, এমন জল দেবেন। অতিরিক্ত গরম বা ঠান্ডা জলে ক্ষতি হয় গাছের শিকড়ের।
বেশি গরম বা ঠান্ডা জল দেবেন না গাছে। সব সময় ঈষদুষ্ণ বা রুম টেম্পারেচারে আছে, এমন জল দেবেন। অতিরিক্ত গরম বা ঠান্ডা জলে ক্ষতি হয় গাছের শিকড়ের।
advertisement
4/7
সাধারণ কলের জলে ক্লোরিন, ফ্লুওরাইড এবং অন্যান্য রাসায়নিক গাছের ক্ষতি করতে পারে। তাই আর ও ওয়াটার বা পরিশোধিত জল দিন গাছের গোড়ায়।
সাধারণ কলের জলে ক্লোরিন, ফ্লুওরাইড এবং অন্যান্য রাসায়নিক গাছের ক্ষতি করতে পারে। তাই আর ও ওয়াটার বা পরিশোধিত জল দিন গাছের গোড়ায়।
advertisement
5/7
কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন আছে। তাই কলার খোসা ১-২ দিন জলে ভিজিয়ে রেখে সেই জল গাছে দিন।
কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন আছে। তাই কলার খোসা ১-২ দিন জলে ভিজিয়ে রেখে সেই জল গাছে দিন।
advertisement
6/7
দু’ সপ্তাহে অন্তত একবার জলের সঙ্গে নিমতেল মিশিয়ে গাছের গোড়ায় ও পাতায় দিন। পোকামাকড়ের উপদ্রব কমবে।
দু’ সপ্তাহে অন্তত একবার জলের সঙ্গে নিমতেল মিশিয়ে গাছের গোড়ায় ও পাতায় দিন। পোকামাকড়ের উপদ্রব কমবে।
advertisement
7/7
প্রতি ২-৩ দিনে একবার গাছে দিন রাইস ওয়াটার বা চাল ভেজানো জল। এই স্টার্চি ওয়াটারের পটাশিয়াম এবং ফসফরাস গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে।
প্রতি ২-৩ দিনে একবার গাছে দিন রাইস ওয়াটার বা চাল ভেজানো জল। এই স্টার্চি ওয়াটারের পটাশিয়াম এবং ফসফরাস গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement