Vitamin: কোন 'ভিটামিন'-এর অভাবে 'ডার্ক সার্কল' হয়? চোখের তলায় 'কালি' পড়ে? দামি ক্রিম-লোশন নয়, জেনে নিন কী কী খেলে সমস্যা মিটবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ডার্ক সার্কল শুধুমাত্র সৌন্দর্য সংক্রান্ত সমস্যা নয়। বা শুধুমাত্র ঘুমের অভাবে চোখের তলায় কালি পড়ে না। এর নেপথ্যে রয়েছে বড় কারণ। ডার্ক সার্কল-এর মূল কারণ নিহীত শরীরের অন্দরে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের ঘাটতি হলে চোখের তলায় কালি পড়ে
চোখের তলায় কালি? ডার্ক-সার্কল? কমবেশি সবাই-ই এই সমস্যায় ভুগে থাকেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ডার্ক সার্কল শুধুমাত্র সৌন্দর্য সংক্রান্ত সমস্যা নয়। বা শুধুমাত্র ঘুমের অভাবে চোখের তলায় কালি পড়ে না। এর নেপথ্যে রয়েছে বড় কারণ। ডার্ক সার্কল-এর মূল কারণ নিহীত শরীরের অন্দরে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের ঘাটতি হলে চোখের তলায় কালি পড়ে।
advertisement
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরে ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই ও নির্দিষ্ট কিছু ভিটামিন বি-র পরিমাণ কমে গেলে চোখের তলায় কালি পড়ে, দেখা দেয় ডার্ক সার্কল। কাজেই পার্লারে ছুটে কিংবা হাজার হাজার টাকার ক্রিম-লোশন মেখে এই সমস্যার সমাধান হবে না। ডার্ক সার্কল রুখতে শরীরের ভিতর থেকে ভিটামিনের ঘাটতি মেটাতে হবে। কী কী খাবারে এই সমস্যা মেটে?
advertisement
advertisement
advertisement
advertisement
অতিরিক্ত ভিটামিন-ডি যাতে শরীরের ক্ষতি না করতে পারে তার জন্য বিশেষজ্ঞরা অনেক সময় এই ভিটামিনের সঙ্গে ভিটামিন-কে খাওয়ার পরামর্শ দেন। ভিটামিন-ডি যেখানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে সেখানে ভিটামিন-কে হাড়ে ক্যালসিয়াম সঞ্চয়ের হার বৃদ্ধি করে। ফলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায়। কমে হৃদরোগের ঝুঁকিও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement