Vitamin E Skin Care: এই ক্যাপসুল একাই একশো! ভিটামিন ই ক্যাপসুলে আছে যৌবন ধরে রাখার মন্ত্র! ত্বক থাকবে টান-টান! জানুন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Vitamin E Capsule: ভিটামিন ই ক্যাপসুল একাই একশো! ব্রণ থেকে ত্বকের যেকোনও সমস্যায় দারুণ কাজের! তবে ব্যবহারের সঠিক পদ্ধতি না জানলে কিন্তু বিপদ! জানুন
advertisement
advertisement
advertisement
ব্রণর দাগ দূর করতে: ব্রণ হওয়ার পর যদি মুখে দাগ হয়ে যায়, তাহলে রোজ রাতে ঘুমানোর আগে ভিটামিন ই ক্যাপসুল থেকে শুধুমাত্র জেল বের করে নিয়ে একদম ব্রণর দাগের উপর লাগান। যতদিন না ত্বকের এই দাগ মিলিয়ে যাচ্ছে ততদিন আপনার মুখে এই ভিটামিন ই ব্যবহার করুন। এই ক্যাপসুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবং মৃত কোষগুলিকে সরিয়ে দেয়।
advertisement
advertisement
উজ্জ্বল ত্বক ও দাগছোপ মুক্ত ত্বকের জন্য ফেস প্যাক: একটি ছোট্ট পাত্রে ২ চামচ টক দই নিয়ে তাতে মাত্র কয়েক ফোঁটা লেবুর রস এবং একটি ভিটামিন ই ক্যাপসুল থেকে জেল বের করে ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। মিনিট দশেক পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে যদি এই মিশ্রণ দুবার করে মুখে লাগানো হয় তাহলে এটি আপনার মুখের ত্বককে পুষ্টি প্রদান করবে, কালো দাগ ছোপ দূর করবে এবং উজ্জ্বলতাও বৃদ্ধি করবে।
advertisement
শুষ্ক ত্বক ও টানটান ত্বকের জন্য সমাধান: এছাড়াও মুখে টান ধরে থাকলে এবং শুষ্ক ত্বক হলে এই সমস্যাও দূর করতে সক্ষম ভিটামিন ই। এক চামচ মধুর সঙ্গে দু চামচ দুধ এবং দুটি ভিটামিন ই ক্যাপসুলের জেল মিশিয়ে মিশ্রণ বানিয়ে মুখের উপর লাগিয়ে প্রায় মিনিট পনেরো পর মুখ ধুয়ে নিন। সপ্তাহে মাত্র দুই থেকে তিনবার এই মিশ্রণ মুখে ব্যবহার করুন, ফলাফল দেখে চমকে উঠবেন আপনি নিজেই। এই সবই দারুণ কাজ দেয়। তবে ত্বকের বিশেষ সমস্যা থাকলে বিশেষজ্ঞের মতামত নিন।