Weekend Trip: সপ্তাহান্তে দু-দিন কাটান নবাবিয়ানায়! কলকাতার খুব কাছেই এই জায়গা! কী দেখবেন, কোথায় থাকবেন? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Weekend Trip: দুর্গাপুজোর সময় মূলত ভ্রমণপিপাসু বাঙালি কয়েক দিনের ছুটি পেয়ে ঘুরতে আসেন বিভিন্ন জায়গায়। আর হাজারদুয়ারির কাছে হোটেল আছে ৫০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত। যেমন বাজেট তেমন হোটেল রুম নিতে পারবেন পর্যটকরা।
*আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা, আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর সময় মূলত ভ্রমণপিপাসু বাঙালি কয়েক দিনের ছুটি পেয়ে ঘুরতে আসেন বিভিন্ন জায়গায়। আর হাজারদুয়ারির কাছে হোটেল আছে ৫০০ টাকা থেকে ৫০০০ হাজার টাকা পর্যন্ত। যেমন বাজেট তেমন হোটেল রুম নিতে পারবেন পর্যটকরা। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*হাজারদুয়ারিতে থাকার জন্য পর্যটন বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বহরমপুর টুরিস্ট লজ বহরমপুর একাধিক বেসরকারি হোটেল রয়েছে। পাশাপাশি, হাজারদুয়ারিতে রয়েছে একাধিক ছোটখাটো হোটেল। অন্যদিকে যুব আবাস। বিভিন্ন হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। অনলাইনে বুকিং করত পারেন এছাড়াও সরাসরি গিয়েও বুকিং করা যেতে পারে। বাজেট আপনার যেমন থাকবে তেমন হোটেল পাবেন আপনি। সংগৃহীত ছবি।
advertisement
*হাজারদুয়ারি ছাড়াও, মতিঝিল, জগৎ শেঠের বাড়ি, একাধিক ঐতিহাসিক স্থান ঘোরার জন্য যেমন রয়েছে ঐতিহাসিক ঘোড়ার গাড়ি, তেমনি রয়েছে ছোট ব্যাটারি চালিত টুকটুক গাড়ি। যাতে নির্দিষ্ট ভাড়া ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি-সহ একাধিক জায়গা। সংগৃহীত ছবি।