Virgin Sea Beach: ডিসেম্বরের কুয়াশা গায়ে মেখে ঘুরে আসুন এই নির্জন সমুদ্র সৈকতে, কোথায় বলুন তো? জেনে নিন

Last Updated:
Virgin Sea Beach near Kolkata: রাজ্যের পর্যটন মানচিত্রে ধীরে ধীরে যায়গা করে নেওয়া একটি নির্জন সমুদ্র সৈকত গোবর্ধনপুর। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি থেকে সুন্দরবন দেখতে হলে এই শীতে কুয়াশা গায়ে মেখে আসতেই হবে গোবর্ধনপুরে।
1/6
*রাজ্যের পর্যটন মানচিত্রে ধীরে ধীরে যায়গা করে নেওয়া একটি নির্জন সমুদ্র সৈকতের নাম হল গোবর্ধনপুর। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি থেকে সুন্দরবন দেখতে হলে এই শীতে কুয়াশা গায়ে মেখে আসতেই হবে গোবর্ধনপুরে।
*রাজ্যের পর্যটন মানচিত্রে ধীরে ধীরে যায়গা করে নেওয়া একটি নির্জন সমুদ্র সৈকতের নাম হল গোবর্ধনপুর। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি থেকে সুন্দরবন দেখতে হলে এই শীতে কুয়াশা গায়ে মেখে আসতেই হবে গোবর্ধনপুরে।
advertisement
2/6
*যাদের ভিড় পছন্দ নয়, তাদের জন্য এই সৈকত একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। পাথরপ্রতিমার একেবারে শেষ প্রান্তের দ্বীপ জি-প্লটের শেষে অবস্থিত এই নির্জন সমুদ্র সৈকত।
*যাদের ভিড় পছন্দ নয়, তাদের জন্য এই সৈকত একেবারে পারফেক্ট ডেস্টিনেশন। পাথরপ্রতিমার একেবারে শেষ প্রান্তের দ্বীপ জি-প্লটের শেষে অবস্থিত এই নির্জন সমুদ্র সৈকত।
advertisement
3/6
*এখানে আপনি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের অতিথিশালা ও একটি হোম-স্টেতেও থাকতে পারেন। শহরের মতো সমস্ত সুযোগ সুবিধা নাও পেতে পারেন এখানে। কিন্তু এই দ্বীপ আপনাকে মুগ্ধ করবেই।
*এখানে আপনি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের অতিথিশালা ও একটি হোম-স্টেতেও থাকতে পারেন। শহরের মতো সমস্ত সুযোগ সুবিধা নাও পেতে পারেন এখানে। কিন্তু এই দ্বীপ আপনাকে মুগ্ধ করবেই।
advertisement
4/6
*এখানে আসলে আপনি দেখতে পাবেন খোলা সমুদ্র সৈকতে সূর্যোদয় অথবা সূর্যাস্ত। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া।
*এখানে আসলে আপনি দেখতে পাবেন খোলা সমুদ্র সৈকতে সূর্যোদয় অথবা সূর্যাস্ত। গোবর্ধনপুরের সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা ও ১০ কিলোমিটার চওড়া।
advertisement
5/6
*সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈস্বর্গিক ক্ষেত্রে।
*সুন্দরবনের অপরূপ শোভা থেকে শুরু করে সমুদ্র সৈকত সবই পাবেন এখানে। এই দ্বীপের নির্জনতা বেলাভূমিকে পরিণত করছে নৈস্বর্গিক ক্ষেত্রে।
advertisement
6/6
*এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী, হেতালের জঙ্গল। ভাগ‍্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের।
*এই বেলাভূমিতে যাওয়ার সময় আপনার চোখে পড়বে গরান, সুন্দরী, হেতালের জঙ্গল। ভাগ‍্য প্রসন্ন থাকলে নদীর চড়ে দেখা মিলবে কুমিরের।
advertisement
advertisement
advertisement