Viral || Samosa BEST Price: সিঙাড়া দেখেই দিলখুশ? স্বাদে মজবে মন-প্রাণ...! দাম শুনলে লোকে বলে 'দোকানি সত্যিই বোকা!' কোথায় পাবেন এমন সিঙাড়ার হদিস?
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Viral || Samosa BEST Price: দাম শুনলে চমকে যাবেন। মাত্র ৫ টাকায় এক একটি সিঙাড়া। মানও চমৎকার। ঘণ্টায় শতাধিক সামোসা বিক্রি হয় এই দোকানে। আর এই সিঙাড়া বানাতে প্রতিদিন এই দোকানে নয় নয় করে প্রায় ৫০ কেজি আলু লাগে।
advertisement
দোকানদার সত্যেন্দ্র কুমার সাভ জানান, গত ২৫ বছর ধরে তিনি এই ব্যবসা করছেন। সমোসা বিক্রির আগে জুসের দোকান চালাতেন সত্যেন্দ্র। দোকানটির নাম 'বেওয়াকুফ জুসওয়ালা'। সে সময় অন্যান্য দোকানে যখন প্রতি গ্লাস ২০ টাকায় জুস পাওয়া যেত, তখনও নাকি এই দোকানি এক গ্লাস জুস বিক্রি করতেন ৫ টাকায়। জলখাবারে দারুণ মানের খাবার মানেই ধানবাদে এখন একটাই নাম, 'বেওয়াকুফ সমোসেওয়ালা'।
advertisement
advertisement
advertisement
advertisement