সাও পাওলোর বাসিন্দা ভেনেসার দাবি, তাঁর পুরুষ সঙ্গীরা সবসময়েই তাঁকে বলেছেন, তাঁর শরীরের স্বাভাবিক গন্ধ ভীষণই আকর্ষণীয়৷ তা পুরুষদের আকর্ষণ করে৷ পাগল করে দেয়৷ ভেনেসা বিষয়টিকে হাল্কা ভাবে নেননি৷ তিনি রসায়নবিদের মাধ্যমে তাঁর শরীরের ঘামের রাসায়নিক বিশ্লেষণ করিয়ে, তা দিয়ে তৈরি করে ফেলেন নিজস্ব পারফিউম ব্র্যান্ড৷ (ছবি প্রতীকী)