মহিলা জানিয়েছেন, গ্রীষ্মের ছুটিতে (woman finds man after vacation relation) এই ব্যক্তির সঙ্গে মহিলার দেখা হয়। ছুটির দিনে দুজনের ঘনিষ্ঠতাও চরমে পৌঁছয়। কিন্তু এরপরেই হঠাৎ নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি। সৌভাগ্যক্রমে ওই মহিলার কাছে তাঁর 'অচেনা প্রেমিকের (Viral)।' একটি ছবি ছিল। সেই ছবিই ইন্টারনেটে পোস্ট করেন ওই নারী। শেষমেশ লোকটিকে পাওয়া গেল ওই ছবির সূত্র ধরেই। কিন্তু সেইসঙ্গে বেরিয়ে এল একটি সত্যি, যা ভয়ংকর। প্রতীকী ছবি।
মাইকা রেনি নামে ওই মহিলা টিকটকে এই ব্যক্তির সঙ্গে একটি ছবি (woman finds man after vacation relation) পোস্ট করেন। আসলে, গত গ্রীষ্মের ছুটিতে, মাইকা ছুটি কাটাতে ফ্লোরিডার মিয়ামিতে গিয়েছিলেন। এই সময় সমুদ্র সৈকতে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় (TIKTOK)হয়। দুজনের মধ্যে কথা হতে হতেই একটু একটু করে তাঁরা কাছে আসেন।
এরপর হন্যে হয়ে ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করে মাইক। সে তার নামও জানত না। শুধুমাত্র মোবাইলে ওই ব্যক্তির সঙ্গে কিছু ছবি (TIKTOK) ছিল তার কাছে। সেগুলোই তিনি Tiktok এ আপলোড করেন। তাকে খুঁজে বের করতে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় জনগণের কাছেও আবেদন জানান মাইকা। তথ্য হিসাবে, তিনি শুধু এটুকুই সেই বার্তায় (woman finds man after vacation relation) লিখেছেন যে এই ব্যক্তি ডেট্রয়েটের বাসিন্দা। মাইকার সেই পোস্ট ভাইরাল হয় এবং প্রায় ৪৫ লাখ মানুষ এটি দেখেন। আশানুরূপভাবে শেষমেশ লোকটিকেও পাওয়া (Social Media Post) গেল। এপর্যন্ত সব ঠিকঠাক হলেও এখানেই একটা বড় মোড় নিল গোটা ঘটনা। প্রতীকী ছবি।
ইন্টারনেটে মাইকার বার্তা পড়ে যে মহিলা মাইকাকে মেসেজ করে ওই ব্যক্তির সম্পর্কে জানান, বাস্তবে জানা যায় সেই মহিলাই পুরুষের স্ত্রী। মাইকা আরও জানিয়েছেন যে ওই পুরুষের স্ত্রী মাইককে তার স্বামীর প্রতারণার কথা বলার জন্য উল্টে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও মাইকাকে অনুরোধ করেছেন এই ভিডিওটি (Viral)। মুছে না দিতে।
এই পোস্টের (Social Media Post) পরে, মাইকাকে সান্ত্বনা দেয় তাঁর ইন্টারনেটের যোগাযোগে থাকা নেটিজেনদের একাংশ। কিন্তু গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ার (woman finds man after vacation relation) শক্তি আবারও মানুষের সামনে এল। মাইকা তাঁকে সাহায্য করার জন্য এবং তার পোস্ট ভাইরাল করার জন্য নেটিজেনদের ধন্যবাদও জানান সোশ্যাল মাধ্যমে।