Viral: মজার ছলে গোপনাঙ্গে বিরাট বড় ব্যাটারি! ২৪ ঘণ্টা পর যা ঘটল এই মধ্যবয়সী পুরুষের, ভয়াবহ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral: পৃথিবীতে অনেক মানুষ মজার নামে এমন হাস্যকর কাজ করে বসেন, যার পরিণতি হয় ভয়াবহ। এমন অনেক ঘটনা সামনে আসে, যেখানে ব্যক্তি গোপনাঙ্গে অদ্ভুত কাণ্ড করে বসেন।
পৃথিবীতে অনেক ধরনের পাগল আছে। কিছু মানুষ মজার নামে এমন হাস্যকর কাজ করে বসেন, যার পরিণতি হয় ভয়াবহ। এমন অনেক ঘটনা সামনে আসে, যেখানে ব্যক্তি গোপনাঙ্গে অদ্ভুত কাণ্ড করে বসেন। এমনই একটি ঘটনা সামনে এসেছে চিন থেকে। এখানে বসবাসকারী এক ব্যক্তি মজা করে নিজের গোপনাঙ্গে ব্যাটারি রেখে ফেলেছিলেন। এরপর লজ্জায় চিকিৎসকের কাছে যাননি। কিন্তু একদিন পর যখন ব্যথা সহ্যের বাইরে চলে গেল, তখন চিকিৎসকের পরামর্শ নেন তিনি। এরপর তার এক্স-রে রিপোর্ট দেখে সবাই অবাক হয়ে যান।
advertisement
৪৯ বছর বয়সি এই ব্যক্তির জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল। এই এএ ব্যাটারিটি তার গোপনাঙ্গে আটকে গিয়েছিল। এই ব্যাটারি কী ভাবে ভিতরে ঢুকল জানতে চাওয়া হলে তিনি বলেন যে তিনি মজা করার জন্য এটি করেছিলেন। কিন্তু তখনই হাত থেকে ব্যাটারি পড়ে ভিতরে চলে যায়। ব্যাটারি বের হতে পারেনি। সারাদিন তার শরীরে ব্যাটারি রয়ে যায়। এ কারণে তার প্রস্রাবে খুব কষ্ট হচ্ছিল। একদিন পর ব্যাটারিটি বের করে দেওয়া হয়। কিন্তু পাঁচ মাস পর আবারও সমস্যা শুরু হয় ওই ব্যক্তির।
advertisement
মেডিক্যাল টিম জানান, অনেক সময় এমন হয় যে বাইরের জিনিস শরীরের ভেতরে চলে গেলে অনেক ঝামেলা হয়। বিশেষ করে ব্যাটারি ভিতরে বিষাক্ত রাসায়নিক পদার্থ পূরণ করে। এ কারণে ওই ব্যক্তির প্রস্রাবে সমস্যা দেখা দেয়। এ ধরনের বোকামি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ধরনের ফরেন এলিমেন্ট শরীরের দীর্ঘমেয়াদি ক্ষতি করে বলেও জানান চিকিৎসকেরা।
advertisement
প্রসঙ্গত, এর আগেও এমন অনেক ঘটনা সামনে আসে। চিনের এক ব্যক্তি তার গোপনাঙ্গে স্টেইনলেস স্টিলের চপস্টিক রেখেছিলেন। সেটিও অস্ত্রোপচার করে অপসারণ করতে হয়। মানুষ মজা করে এমন হাস্যকর কাজ করে উল্টে নিজেরই জীবনকে কষ্ট দেয়। এই মুহুর্তে এই সাম্প্রতিক ঘটনাটি দেখে মানুষ অবাক হয়ে গিয়েছে যে এই ব্যক্তি কীভাবে তার গোপনাঙ্গে এত বড় সাইজের একটি ব্যাটারি রাখলেন।