Propose Day 2021: রীতিমতো বলি দিয়ে, লটারি করে চলত নারীর মন জয়ের চেষ্টা; অবাক করবে প্রোপোজ ডে-র ইতিহাস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নারীর মন জয় করার জন্যে পুরুষেরা যে কী করতে পারে আর কী করতে পারে না, তাই নিয়ে গবেষণাপত্র তো আর কম লেখা হল না!
advertisement
আদিম যুগ - নৃতাত্ত্বিকরা বলে থাকেন যে একেবারে আদিম যুগে, যখন গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের অভ্যাস সবে শুরু হচ্ছে, সেই সময়ে পুরুষদের প্রোপোজ করার ধরনটা ছিল বেশ নৃশংস! প্রথমে মুখ ফুটে মনের কথাটা বলা হত। নারী রাজি থাকলে ভালো, না থাকলে অস্ত্রের আঘাতে তাকে কুপোকাত করে বিয়ে করা হত। অনেকের মতে, সেই অস্ত্রের আঘাতে মাথা ফেটে কপাল বেয়ে যে রক্ত গড়িয়ে আসত, সেটাই না কি কালের ধারায় ভারতে সিঁদুর পরার অভ্যাসে পরিণত হয়েছে।
advertisement
রোমান যুগ - রোমের দিকে তাকালেও একটা প্রায় বর্বরোচিত উচ্ছ্বাস এবং উৎসবের ছবি চোখের সামে ধরা দিচ্ছে। ঐতিহাসিকরা বলছেন যে সেই সময়ে ভ্যালেন্টাইন উইক শুরু হত ১৩ ফেব্রুয়ারি থেকে, চলত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাচীন রোমে এই সময়ে দেবতা লুপারকেলিয়ার উৎসব চলত। সেখানে প্রথমে দেবতার সামনে বলি দেওয়া হত একটা ছাল আর একটা কুকুর। তার পর মৃত পশুর ছাল ছাড়িয়ে, সেই চামড়া দিয়ে আঘাত করা হত কুমারীদের শরীরে। মেয়েরা না কি সেই সময়ে সারি বেঁধে দাঁড়াতেন সেই রক্তাক্ত ছালের আঘাত শরীরে নেওয়ার জন্য! লোকবিশ্বাস ছিল- এই ভাবে দেবতার আশীর্বাদে তাঁদের প্রজননশক্তি বাড়বে।
advertisement
advertisement
পঞ্চদশ শতকে পোপ জেলাসিয়াস এই লুপারকেলিয়া উৎসবের পরিবর্তে ভ্যালেন্টাইন ডে উদযাপন শুরু করেন। কিংবদন্তি বলে, সেন্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক-প্রেমিকাদের খ্রিস্টমতে বিয়ে দিতেন। যা ছিল তৎকালীন শাসক দ্বিতীয় ক্লদিয়াসের চক্ষুশূল! তিনি চাইতেন দেশের সব যুবক সেনাবাহিনীতে যোগ দিক! তাই তিনি সেন্ট ভ্যালেন্টাইনের শিরশ্ছেদ করেন!