লাল টেডি বিয়ার: লাল রঙ প্রেম, আবেগ এবং স্নেহের প্রতীক। তাই উজাড় করা প্রেম বোঝাতে লাল রঙের টেডি বিয়ার উপহার দেওয়া যায়। আর যদি টেডির বাঁ দিকের বুকে একটা লাল হার্ট থাকে তাহলে তো কথাই নেই। হালকা লাল টেডি বিয়ার আনন্দ এবং সংবেদনশীলতাকে বোঝায়। আর গাঢ় লাল টেডি বিয়ার ইচ্ছাশক্তি, সাহস এবং সংকল্পের প্রতীক।