Valentine's Day Special Rose: লাল গোলাপ নয়, সঙ্গীকে দিন 'ডাবপাতা গোলাপ', চমকে যাচ্ছেন? সস্তা, কিন্তু এই উপহারই বেশি আদরের

Last Updated:
Valentine's Day Special Rose: লাল গোলাপ না, সবুজ গোলাপে জমুক প্রেম, প্রিয়জনকে বানিয়ে দিন এই উপহার। প্রেমদিবসে গোলাপ বিক্রি হয় চড়া দামে। পাশাপাশি বেশ কিছু সময় মেলে না গোলাপ। তাই এই গোলাপ আপনার বিকল্প ও বেশ সৃজনশীল।
1/6
চলছে প্রেমের মরশুম। প্রেম মানে লাল গোলাপ, সঙ্গে ভালবাসার ছোঁয়া, এতেই জমে প্রেম। তবে গোলাপের দামে যদি কাঁটা লাগে হাতে, তবে ঘরে বানিয়ে ফেলুন গোলাপ।
চলছে প্রেমের মরশুম। প্রেম মানে লাল গোলাপ, সঙ্গে ভালবাসার ছোঁয়া, এতেই জমে প্রেম। তবে গোলাপের দামে যদি কাঁটা লাগে হাতে, তবে ঘরে বানিয়ে ফেলুন গোলাপ।
advertisement
2/6
প্রিয়জনকে নিজের হাতে বানিয়ে উপহার দিন গোলাপ। লাল নয়, তবে এর সতেজতা থাকে অনেক দিন।
প্রিয়জনকে নিজের হাতে বানিয়ে উপহার দিন গোলাপ। লাল নয়, তবে এর সতেজতা থাকে অনেক দিন।
advertisement
3/6
সবুজ, হালকা হলুদ রং এর গোলাপ বানান ডাব গাছের পাতা দিয়ে। একদিকে যেমন দেখতে অসাধারণ, তেমনই প্রিয় মানুষেরও খুব পছন্দের হবে এটি।
সবুজ, হালকা হলুদ রং এর গোলাপ বানান ডাব গাছের পাতা দিয়ে। একদিকে যেমন দেখতে অসাধারণ, তেমনই প্রিয় মানুষেরও খুব পছন্দের হবে এটি।
advertisement
4/6
ডাব গাছের কচি পাতাকে কেটে এনে তাকে বিশেষভাবে মুড়ে বানিয়ে ফেলা যায় এই গোলাপ। একটি নয় একাধিক গোলাপ বানিয়ে উপহার দিয়ে চমকে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষকে।
ডাব গাছের কচি পাতাকে কেটে এনে তাকে বিশেষভাবে মুড়ে বানিয়ে ফেলা যায় এই গোলাপ। একটি নয় একাধিক গোলাপ বানিয়ে উপহার দিয়ে চমকে দিতে পারেন আপনার ভালোবাসার মানুষকে।
advertisement
5/6
প্রেমের দিনগুলোতে প্রতিটি গোলাপ বিক্রি হয় চড়া দামে। পাশাপাশি বেশ কিছু সময় মেলে না গোলাপ। তাই এই গোলাপ আপনার বিকল্প ও বেশ সৃজনশীল।
প্রেমের দিনগুলোতে প্রতিটি গোলাপ বিক্রি হয় চড়া দামে। পাশাপাশি বেশ কিছু সময় মেলে না গোলাপ। তাই এই গোলাপ আপনার বিকল্প ও বেশ সৃজনশীল।
advertisement
6/6
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের বাসিন্দা দীপশিখা দে বলেন, ছোটবেলা থেকে শেখা, তারপর ডাব গাছের নরম পাতা দিয়ে এটা বানানো। তবে খুব সুন্দর দেখতে হয়। হলুদ ও হালকা সবুজ রঙের হওয়ায় খুব মিষ্টি লাগে দেখতে।
পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের বাসিন্দা দীপশিখা দে বলেন, ছোটবেলা থেকে শেখা, তারপর ডাব গাছের নরম পাতা দিয়ে এটা বানানো। তবে খুব সুন্দর দেখতে হয়। হলুদ ও হালকা সবুজ রঙের হওয়ায় খুব মিষ্টি লাগে দেখতে।
advertisement
advertisement
advertisement