Valentines Day 2023: ভ্যালেন্টাইন্স ডে-র ডেট! সঙ্গী হোক তাক লাগানো কানের দুল, চোখ ফেরাতে পারবে না মনের মানুষ
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
তাড়াহুড়োর সময় পোশাকের সঙ্গে মানানসই নিখুঁত স্টাইলের কানের দুল খুঁজে পাওয়া যায় না কিছুতেই।ভ্যালেন্টাইন্স ডে-র জন্য কিছু স্টাইলিশ কানের দুলের ডিজাইনের হদিশ দেওয়া হল এখানে। এর সঙ্গে রইল স্টাইলিং টিপসও।
advertisement
কিন্তু কানের দুল? অনেকে ভাববেন এ আবার কী কথা! গয়নার সঙ্গেই তো কানের দুলও থাকবে। সে কথা ঠিক। কিন্তু তাড়াহুড়োর সময় পোশাকের সঙ্গে মানানসই নিখুঁত স্টাইলের কানের দুল খুঁজে পাওয়া যায় না কিছুতেই। মাথা গরম হয়ে যায়। স্বাভাবিক। ভ্যালেন্টাইন্স ডে-র জন্য কিছু স্টাইলিশ কানের দুলের ডিজাইনের হদিশ দেওয়া হল এখানে। এর সঙ্গে স্টাইলিং টিপসও। এখন আপ টু ডেট থাকা কে আটকায়!
advertisement
advertisement
advertisement
advertisement
বড় স্টোন স্টাইল: একটা ছোট স্টোন। তার নিচে বড় স্টোন। স্টোনকে ঘিরে উজ্জ্বল রঙের কারুকাজ। দুটো স্টোনকে ধরে আছে একটা ফুল। সাধারণ শাড়ির সঙ্গে এই ধরনের কানের দুল খুব ভাল মানায়। দেখতেও চমৎকার। শুধু লাল নয়, অন্য রঙের ডিজাইনও মিলবে। শাড়ির সঙ্গে মিলিয়ে বেছে নিলেই হল, শেষ মুহূর্তেও সাজ জমে যাবে। জমে যাবে ডেটও, মনের মানুষ যখন আর চোখ ফেরাবেন না।