Valentines Day 2023: ভ্যালেন্টাইন্স ডে-র ডেট! সঙ্গী হোক তাক লাগানো কানের দুল, চোখ ফেরাতে পারবে না মনের মানুষ

Last Updated:
তাড়াহুড়োর সময় পোশাকের সঙ্গে মানানসই নিখুঁত স্টাইলের কানের দুল খুঁজে পাওয়া যায় না কিছুতেই।ভ্যালেন্টাইন্স ডে-র জন্য কিছু স্টাইলিশ কানের দুলের ডিজাইনের হদিশ দেওয়া হল এখানে। এর সঙ্গে  রইল স্টাইলিং টিপসও। 
1/6
আজ ভ্যালেন্টাইন্স ডে। এই দিন ঘিরে থাকে বিশেষ পরিকল্পনা। সঙ্গীর চোখে নিজেকে সেরা হিসেবে সাজিয়ে তোলার প্রয়াস। পোশাক থেকে গয়না, মেকআপ সবেতেই বাড়তি নজর। যেন স্টাইলে কমতি না হয়।
আজ ভ্যালেন্টাইন্স ডে। এই দিন ঘিরে থাকে বিশেষ পরিকল্পনা। সঙ্গীর চোখে নিজেকে সেরা হিসেবে সাজিয়ে তোলার প্রয়াস। পোশাক থেকে গয়না, মেকআপ সবেতেই বাড়তি নজর। যেন স্টাইলে কমতি না হয়।
advertisement
2/6
কিন্তু কানের দুল? অনেকে ভাববেন এ আবার কী কথা! গয়নার সঙ্গেই তো কানের দুলও থাকবে। সে কথা ঠিক। কিন্তু তাড়াহুড়োর সময় পোশাকের সঙ্গে মানানসই নিখুঁত স্টাইলের কানের দুল খুঁজে পাওয়া যায় না কিছুতেই। মাথা গরম হয়ে যায়। স্বাভাবিক। ভ্যালেন্টাইন্স ডে-র জন্য কিছু স্টাইলিশ কানের দুলের ডিজাইনের হদিশ দেওয়া হল এখানে। এর সঙ্গে স্টাইলিং টিপসও। এখন আপ টু ডেট থাকা কে আটকায়!
কিন্তু কানের দুল? অনেকে ভাববেন এ আবার কী কথা! গয়নার সঙ্গেই তো কানের দুলও থাকবে। সে কথা ঠিক। কিন্তু তাড়াহুড়োর সময় পোশাকের সঙ্গে মানানসই নিখুঁত স্টাইলের কানের দুল খুঁজে পাওয়া যায় না কিছুতেই। মাথা গরম হয়ে যায়। স্বাভাবিক। ভ্যালেন্টাইন্স ডে-র জন্য কিছু স্টাইলিশ কানের দুলের ডিজাইনের হদিশ দেওয়া হল এখানে। এর সঙ্গে স্টাইলিং টিপসও। এখন আপ টু ডেট থাকা কে আটকায়!
advertisement
3/6
হুপ স্টাইলের কানের দুল: গোল কানের দুল। গোল রিংয়ের উপর ফুলের ডিজাইন। দেখতে চমৎকার। দামও কম। যে কোনও ধরনের ফুলের সাজের সঙ্গে এই ধরনের লাল রঙের কানের দুল ভাল মানায়।
হুপ স্টাইলের কানের দুল: গোল কানের দুল। গোল রিংয়ের উপর ফুলের ডিজাইন। দেখতে চমৎকার। দামও কম। যে কোনও ধরনের ফুলের সাজের সঙ্গে এই ধরনের লাল রঙের কানের দুল ভাল মানায়।
advertisement
4/6
স্টোন ডিজাইন কানের দুল: ধাতব পাতের হার্ট শেপ। তার উপর উজ্জ্বল পাথর। হার্ট শেপের উপরে বড় গোল পাথর। ওয়েস্টার্ন থেকে ইন্দো-ওয়েস্টার্ন বা ট্র্যাডিশনাল পোশাকেও হার্ট শেপ এবং লাল রঙের ডিজাইনের কানের দুল পরা যায়।
স্টোন ডিজাইন কানের দুল: ধাতব পাতের হার্ট শেপ। তার উপর উজ্জ্বল পাথর। হার্ট শেপের উপরে বড় গোল পাথর। ওয়েস্টার্ন থেকে ইন্দো-ওয়েস্টার্ন বা ট্র্যাডিশনাল পোশাকেও হার্ট শেপ এবং লাল রঙের ডিজাইনের কানের দুল পরা যায়।
advertisement
5/6
হার্ট শেপ হুপ কানের দুল: কানের দুলটাই হার্ট শেপের। তার ওপরে উজ্জ্বল পাথরের কারুকাজ। এই ধরনের কানের দুল ক্লাসি লুক এনে দেয়। যে কোনও জায়গায় আজ এই হার্ট শেপ হুপ কানের দুল পাওয়া যাবে। যে কোনও ওয়েস্টার্ন ওয়েস্টার লুকের সঙ্গেও অনায়াসে ক্যারি করা যাবে।
হার্ট শেপ হুপ কানের দুল: কানের দুলটাই হার্ট শেপের। তার ওপরে উজ্জ্বল পাথরের কারুকাজ। এই ধরনের কানের দুল ক্লাসি লুক এনে দেয়। যে কোনও জায়গায় আজ এই হার্ট শেপ হুপ কানের দুল পাওয়া যাবে। যে কোনও ওয়েস্টার্ন ওয়েস্টার লুকের সঙ্গেও অনায়াসে ক্যারি করা যাবে।
advertisement
6/6
বড় স্টোন স্টাইল: একটা ছোট স্টোন। তার নিচে বড় স্টোন। স্টোনকে ঘিরে উজ্জ্বল রঙের কারুকাজ। দুটো স্টোনকে ধরে আছে একটা ফুল। সাধারণ শাড়ির সঙ্গে এই ধরনের কানের দুল খুব ভাল মানায়। দেখতেও চমৎকার। শুধু লাল নয়, অন্য রঙের ডিজাইনও মিলবে। শাড়ির সঙ্গে মিলিয়ে বেছে নিলেই হল, শেষ মুহূর্তেও সাজ জমে যাবে। জমে যাবে ডেটও, মনের মানুষ যখন আর চোখ ফেরাবেন না।
বড় স্টোন স্টাইল: একটা ছোট স্টোন। তার নিচে বড় স্টোন। স্টোনকে ঘিরে উজ্জ্বল রঙের কারুকাজ। দুটো স্টোনকে ধরে আছে একটা ফুল। সাধারণ শাড়ির সঙ্গে এই ধরনের কানের দুল খুব ভাল মানায়। দেখতেও চমৎকার। শুধু লাল নয়, অন্য রঙের ডিজাইনও মিলবে। শাড়ির সঙ্গে মিলিয়ে বেছে নিলেই হল, শেষ মুহূর্তেও সাজ জমে যাবে। জমে যাবে ডেটও, মনের মানুষ যখন আর চোখ ফেরাবেন না।
advertisement
advertisement
advertisement