Valentines Day 2023: এক দেখাতেই প্রেমে হাবুডুবু খাবেন পার্টনার! রইল ভ্যালেন্টাইন্স ডে'র বিশেষ টিপস
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
ভ্যালেন্টাইন্স ডে-তেও নিজেকে ভালবেসে নিজের ত্বকের যত্ন নিন। ভ্যালেন্টাইন্স ডে-র ডেটে যাবার আগে নিজেকে আরও সুন্দর করে সাজানোর জন্য রইল সামান্য টিপস।
ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনও দিন হয় নাকি! নিজেকে ভাল রাখার, নিজের যত্ন করারও বিশেষ কোনও দিন হয় না। কিন্তু সমস্যা হল এসব আমরা বেমালুম ভুলে যাই প্রতিদিনের কাজের চাপে। তাই ক্যালেন্ডারে এক-আধটা দিন আলাদা করে বেছে রাখতে হয়, একটু ভালোবাসার জন্য, নিজেকে যত্ন করার জন্য। ভ্যালেন্টাইনস ডে-তেও নিজেকে ভালবেসে নিজের ত্বকের যত্ন নিন।
advertisement
কাজের চাপে বহুদিন হয়তো ঠিক করে তাকানো হয় না সঙ্গীর দিকে, আরও একবার তাকিয়ে দেখে নিতেই পারেন সেই মুখের দিকে, উপলক্ষ্য হোক না ভ্যালেন্টাইনস ডে। তাই আগে থেকেই সামান্য প্রস্তুতি শুরু করে দেওয়া যাক নিজের আর নিজের সঙ্গীকে ভাল রাখার। ভ্যালেন্টাইন ডে-র ডেটে যাবার আগে নিজেকে আরও সুন্দর করে সাজানর জন্য রইল সামান্য টিপস—
advertisement
advertisement
advertisement
advertisement
চোখের যত্ন - প্রতিদিনের ক্লান্তি, মানসিক চাপ বা অবসাদ ছায়া ফেলে চোখের উপর। তার একটু বিশেষ যত্নের দরকার। ফেস মাস্ক লাগানোর পর দুটি তুলার প্যাড গোলাপ জলে ভিজিয়ে আই প্যাড হিসেবে ব্যবহার করতে হবে। মাস্ক এবং আই প্যাড লাগিয়ে কিছুক্ষণ শুয়ে আরাম করাই ভাল। পূর্বে ব্যবহার করা টি ব্যাগও চোখের উপর দিয়ে রাখা যেতে পারে। তবে এগুলি আবার একটু উষ্ণ জলে ভিজিয়ে নিতে হবে।
advertisement
ত্বকের যত্ন— পুরুষের ব্রণ তুলনায় বেশি হয়। তাঁদের ত্বক মহিলাদের চেয়ে পুরু এবং তেল উৎপাদনকারী গ্রন্থিও বেশি। ব্রণ প্রতিরোধের সবচেয়ে সহজ উপায় হল মেডিকেটেড ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে সকালে ও রাতে ত্বক পরিষ্কার করা। ব্রণ না থাকলে সপ্তাহে দু’তিনবার একটি ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করা যেতে পারে। এতে ব্ল্যাকহেডস প্রতিরোধে করা যেতে পারে, ত্বক উজ্জ্বল হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement