মেষ ও বৃশ্চিক: মেষ ও বৃশ্চিক, এই দুটি রাশিই মঙ্গল গ্রহের জাতক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলের রঙ লাল। তাই এই রাশির জাতক-জাতিকাদের লাল রঙের গোলাপ দেওয়া উচিত। এতে জীবনে প্রেম বজায় থাকে। ভ্যালেন্টাইন্স ডে-তে মেষ এবং বৃশ্চিক রাশির সঙ্গীকে প্রেম প্রস্তাব দিতে চাইলে, হাতে লাল রঙের গোলাপ রাখতেই হবে।