Glass Skin care: কাচের মতো স্বচ্ছ হবে ত্বক! রান্নাঘরেই আছে সেরা উপাদান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ত্বকের কঠিন সমস্যাগুলি থেকে মুক্তি দিতে কিছু সহজ রান্নাঘরের জিনিসকেই কাজে লাগাতে পারেন৷ পয়সা তো বাঁচবেই সেইসঙ্গে ত্বক হয়ে উঠবে স্বচ্ছ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আঙুরের ফেস প্যাক আঙুরকে ম্যাশ করে নিন বা মেখে নিন৷ এবার রস বের করুন৷ এরপর আধ কাপ আঙুরের রসে দুই-তিন চামচ ময়দা মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি মুখে লাগিয়ে পনের মিনিট রেখে দিন৷ এবার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি মুখের ত্বককে ডিটক্স করে এবং দাগ থেকে মুক্তি পায়। পাশাপাশি ত্বকের টানটান ভাব ফেরত আনে।