Glass Skin care: কাচের মতো স্বচ্ছ হবে ত্বক! রান্নাঘরেই আছে সেরা উপাদান

Last Updated:
ত্বকের কঠিন সমস্যাগুলি থেকে মুক্তি দিতে কিছু সহজ রান্নাঘরের জিনিসকেই কাজে লাগাতে পারেন৷ পয়সা তো বাঁচবেই সেইসঙ্গে ত্বক হয়ে উঠবে স্বচ্ছ৷
1/6
ত্বকে কালো দাগ, ব্ল্যাক হেডস্-সহ একাধিক সমস্যায় ভুগছেন বহু জনেই৷ আর সেইসব সমস্যা দূর করতে ভরসা রাখছেন দামী দামী ক্রিমে৷ তাতে অবশ্য টাকা ধ্বংসই হচ্ছে বেশি৷ এই কঠিন সমস্যাগুলি থেকে মুক্তি দিতে কিছু সহজ রান্নাঘরের জিনিসকেই কাজে লাগাতে পারেন৷ পয়সা তো বাঁচবেই সেইসঙ্গে ত্বক হয়ে উঠবে স্বচ্ছ৷
ত্বকে কালো দাগ, ব্ল্যাক হেডস্-সহ একাধিক সমস্যায় ভুগছেন বহু জনেই৷ আর সেইসব সমস্যা দূর করতে ভরসা রাখছেন দামী দামী ক্রিমে৷ তাতে অবশ্য টাকা ধ্বংসই হচ্ছে বেশি৷ এই কঠিন সমস্যাগুলি থেকে মুক্তি দিতে কিছু সহজ রান্নাঘরের জিনিসকেই কাজে লাগাতে পারেন৷ পয়সা তো বাঁচবেই সেইসঙ্গে ত্বক হয়ে উঠবে স্বচ্ছ৷
advertisement
2/6
 ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে ফেস মাস্কের জুড়ি মেলা ভার৷ রান্নাঘরের থাকা কিছু অতি সাধারণ উপাদান দিয়ে তৈরি এই মাস্কগুলি বানাবার পদ্ধতি জেনে নিন৷
ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে ফেস মাস্কের জুড়ি মেলা ভার৷ রান্নাঘরের থাকা কিছু অতি সাধারণ উপাদান দিয়ে তৈরি এই মাস্কগুলি বানাবার পদ্ধতি জেনে নিন৷
advertisement
3/6
স্ট্রবেরি ফেস মাস্ক স্ট্রবেরি ফেস মাস্ক বানাবার জন্য স্ট্রবেরি ভাল করে থেঁতো করে নিন৷ তারপর এর মধ্যে এক চামচ দই, এক চামচ মধু এবং দুই চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ ত্বকের ওপেন পোর্সের সমস্যায় অত্যন্ত কার্যকারী এই মাস্ক৷
স্ট্রবেরি ফেস মাস্ক স্ট্রবেরি ফেস মাস্ক বানাবার জন্য স্ট্রবেরি ভাল করে থেঁতো করে নিন৷ তারপর এর মধ্যে এক চামচ দই, এক চামচ মধু এবং দুই চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ ত্বকের ওপেন পোর্সের সমস্যায় অত্যন্ত কার্যকারী এই মাস্ক৷
advertisement
4/6
কলার ফেস মাস্ক এটি তৈরি করতে, কলা ভাল করে ম্যাশ করুন এবং এতে এক চামচ মধু এবং দুই চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে।
কলার ফেস মাস্ক এটি তৈরি করতে, কলা ভাল করে ম্যাশ করুন এবং এতে এক চামচ মধু এবং দুই চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে।
advertisement
5/6
টম্যাটো ফেস মাস্ক টমেটো মেখে নিন বা ম্যাশ করুন৷ এর রস বের করুন। তারপর একটি পাত্রে দুই চামচ টমেটোর রস নিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিন, তারপর মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে ডিটক্স করে এবং ব্রণ এবং ব্ল্যাকহেডসের মতো সমস্যা থেকে মুক্তি দেয়৷
টম্যাটো ফেস মাস্ক টমেটো মেখে নিন বা ম্যাশ করুন৷ এর রস বের করুন। তারপর একটি পাত্রে দুই চামচ টমেটোর রস নিয়ে তাতে এক চামচ মধু মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিন, তারপর মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে ডিটক্স করে এবং ব্রণ এবং ব্ল্যাকহেডসের মতো সমস্যা থেকে মুক্তি দেয়৷
advertisement
6/6
 আঙুরের ফেস প্যাক আঙুরকে ম্যাশ করে নিন বা মেখে নিন৷ এবার রস বের করুন৷ এরপর আধ কাপ আঙুরের রসে দুই-তিন চামচ ময়দা মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি মুখে লাগিয়ে পনের মিনিট রেখে দিন৷ এবার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি মুখের ত্বককে ডিটক্স করে এবং দাগ থেকে মুক্তি পায়। পাশাপাশি ত্বকের টানটান ভাব ফেরত আনে।
আঙুরের ফেস প্যাক আঙুরকে ম্যাশ করে নিন বা মেখে নিন৷ এবার রস বের করুন৷ এরপর আধ কাপ আঙুরের রসে দুই-তিন চামচ ময়দা মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর এই পেস্টটি মুখে লাগিয়ে পনের মিনিট রেখে দিন৷ এবার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি মুখের ত্বককে ডিটক্স করে এবং দাগ থেকে মুক্তি পায়। পাশাপাশি ত্বকের টানটান ভাব ফেরত আনে।
advertisement
advertisement
advertisement