Healthy Lifestyle: সঙ্গমে বাঁধভাঙা সুখ চাই? হদিশ আপনার ফ্রিজেই, বিছানায় ঝড় তুলতে কাজে লাগান কাঁচা বরফ

Last Updated:
Healthy Lifestyle: তাই সম্পর্ক ঠান্ডা করতে না চাইলে 'ঠান্ডা'কে কাজে লাগান।
1/5
যৌনজীবন সুখের না হলে তার প্রভাব পারিপার্শ্বিক ক্ষেত্রেও পরে৷ ঠিক তেমনই পারিপার্শ্বিক চাপ আপনার যৌনজীবনকেও প্রভাবিত করে৷ কথায় বলে বিয়ে করার সঠিক সময় হল শীতকাল৷ কারণ তখন রোমান্সও চরমে থাকে৷ দাবদাহ বাড়লে সঙ্গীর কাছে আসার যে স্বাভাবিক ইচ্ছা, তা চলে যায় বই কী!
যৌনজীবন সুখের না হলে তার প্রভাব পারিপার্শ্বিক ক্ষেত্রেও পরে৷ ঠিক তেমনই পারিপার্শ্বিক চাপ আপনার যৌনজীবনকেও প্রভাবিত করে৷ কথায় বলে বিয়ে করার সঠিক সময় হল শীতকাল৷ কারণ তখন রোমান্সও চরমে থাকে৷ দাবদাহ বাড়লে সঙ্গীর কাছে আসার যে স্বাভাবিক ইচ্ছা, তা চলে যায় বই কী!
advertisement
2/5
ভালবাসায় শরীরের মিলনেই কাছাকাছি আসে দু’টি মন। প্রগাঢ় ও মজবুত হয় সম্পর্কের বাঁধনও। আসলে প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই যৌন মিলন বা শারীরিক মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে প্রেমেই হোক কিংবা দাম্পত্যে! তাই আবহাওয়া যেন কোনওভাবেই আপনাদের রোমান্সের পথের কাঁটা না হয়৷
ভালবাসায় শরীরের মিলনেই কাছাকাছি আসে দু’টি মন। প্রগাঢ় ও মজবুত হয় সম্পর্কের বাঁধনও। আসলে প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই যৌন মিলন বা শারীরিক মিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে প্রেমেই হোক কিংবা দাম্পত্যে! তাই আবহাওয়া যেন কোনওভাবেই আপনাদের রোমান্সের পথের কাঁটা না হয়৷
advertisement
3/5
আইস কিস বা বরফ চুম্বন শুধু সিনেমার পর্দায় হয় না৷ আপনার বেডরুমেও এটি হতেই পারে৷ বরফ নিয়ে রোমান্স করার সময় মিরর সেক্সও চেষ্টা করতে পারেন৷ শারীরিক মিলন কালে নিজেদের চাক্ষুষ করা: শারীরিক মিলনের সময় নিজেদের যৌন সুখে তৃপ্ত হতে দেখার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে। আর এতে নিজের উপর আত্মবিশ্বাসটাও কয়েক গুণ বেড়ে যায়। শুধু তা-ই নয়, ভালবাসায় শারীরিক ভাবে মিলিত হওয়ার ইচ্ছেটাও বেড়ে যায়। আবার গবেষণায় দেখা গিয়েছে যে, শারীরিক মিলন সময় মহিলাদের মাথায় এমন কিছু কথা ঘুরপাক খায়, যার সঙ্গে সঙ্গমের কোনও রকম সম্পর্ক নেই। কিন্তু আয়না দেখে সঙ্গম করলে মহিলাদের মাথায় আর সেই সব চিন্তা আসবে না।
আইস কিস বা বরফ চুম্বন শুধু সিনেমার পর্দায় হয় না৷ আপনার বেডরুমেও এটি হতেই পারে৷ বরফ নিয়ে রোমান্স করার সময় মিরর সেক্সও চেষ্টা করতে পারেন৷ শারীরিক মিলন কালে নিজেদের চাক্ষুষ করা: শারীরিক মিলনের সময় নিজেদের যৌন সুখে তৃপ্ত হতে দেখার মধ্যে একটা আলাদাই আনন্দ রয়েছে। আর এতে নিজের উপর আত্মবিশ্বাসটাও কয়েক গুণ বেড়ে যায়। শুধু তা-ই নয়, ভালবাসায় শারীরিক ভাবে মিলিত হওয়ার ইচ্ছেটাও বেড়ে যায়। আবার গবেষণায় দেখা গিয়েছে যে, শারীরিক মিলন সময় মহিলাদের মাথায় এমন কিছু কথা ঘুরপাক খায়, যার সঙ্গে সঙ্গমের কোনও রকম সম্পর্ক নেই। কিন্তু আয়না দেখে সঙ্গম করলে মহিলাদের মাথায় আর সেই সব চিন্তা আসবে না।
advertisement
4/5
ঘনিষ্ঠ মুহূর্তে আপনাদের দুজনের হাতেই থাকতে পারে বরফের কিউব। সেটিকে কীভাবে ব্যবহার করবেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার।
ঘনিষ্ঠ মুহূর্তে আপনাদের দুজনের হাতেই থাকতে পারে বরফের কিউব। সেটিকে কীভাবে ব্যবহার করবেন তা আপনার ব্যক্তিগত ব্যাপার।
advertisement
5/5
যুক্তরাজ্যের পরিবেশবিদ ম্যাথ্যু গেজ জানান, জনসংখ্যার সংরক্ষণের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জলবায়ু পরিবর্তন বিশেষ ভূমিকা নেয়৷ গরমে প্রজনন ক্ষমতা কমার ক্ষেত্রে দ্বিমত থাকলেও এখানে কোনও সন্দেহ নেই যে, প্রবল গরমে যৌনজীবনের উষ্ণতা আর থাকে না। তাই সম্পর্ক ঠান্ডা করতে না চাইলে 'ঠান্ডা'কে কাজে লাগান।
যুক্তরাজ্যের পরিবেশবিদ ম্যাথ্যু গেজ জানান, জনসংখ্যার সংরক্ষণের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জলবায়ু পরিবর্তন বিশেষ ভূমিকা নেয়৷ গরমে প্রজনন ক্ষমতা কমার ক্ষেত্রে দ্বিমত থাকলেও এখানে কোনও সন্দেহ নেই যে, প্রবল গরমে যৌনজীবনের উষ্ণতা আর থাকে না। তাই সম্পর্ক ঠান্ডা করতে না চাইলে 'ঠান্ডা'কে কাজে লাগান।
advertisement
advertisement
advertisement