স্নানের সময় প্রস্রাব করে ফেলেন? লজ্জায় বলতে না পারলেও জানেন কেন হয়? ডাক্তাররা আসলে কী বলেন?

Last Updated:
স্নানের সময় প্রস্রাব করেন? অধিকাংশই জানেন না, এটা শরীরের পক্ষে ক্ষতিকর কি না, ঠিক না বেঠিক। কেউ লজ্জায় বা নিজের সম্মান বাঁচাতে এই প্রশ্ন কাউকে করতে চান না। কিন্তু এখন সময় এসেছে জেনে নেওয়ার—ডাক্তাররা আসলে কী বলেন?
1/11
অনেকেই স্নান করার সময় জল গায়ে পড়লে প্রস্রাব করে ফেলেন, এটা একদম বিরল কিছু নয়। কেউ কেউ ভাবেন, জল তো পড়ছেই শরীরে, সাফ হয়ে যাবে! আবার অনেকেই ভাবেন, এটা একদমই অনুচিত। প্রাপ্তবয়স্করাও এই প্রশ্নে দ্বিধায় থাকেন—স্নানের সময় প্রস্রাব করা ঠিক কি না?
অনেকেই স্নান করার সময় জল গায়ে পড়লে প্রস্রাব করে ফেলেন। কেউ কেউ ভাবেন, জল তো পড়ছেই শরীরে, সাফ হয়ে যাবে! আবার অনেকেই ভাবেন, এটা একদমই অনুচিত। প্রাপ্তবয়স্করাও এই প্রশ্নে দ্বিধায় থাকেন—স্নানের সময় প্রস্রাব করা ঠিক কি না?
advertisement
2/11
আসলে এটা এমন একটা বিষয়, যা কেউ খোলাখুলি আলোচনা করতে চান না। কিন্তু মাথার ভেতরে এই প্রশ্নটা আসে প্রায় সকলের—এক সমীক্ষা অনুযায়ী, প্রতি ১০০ জনে ৯৭ জনই অন্তত একবার ভেবেছেন এই বিষয়টা নিয়ে।
আসলে এটা এমন একটা বিষয়, যা কেউ খোলাখুলি আলোচনা করতে চান না। কিন্তু মাথার ভেতরে এই প্রশ্নটা আসে প্রায় সকলের—এক সমীক্ষা অনুযায়ী, প্রতি ১০০ জনে ৯৭ জনই অন্তত একবার ভেবেছেন এই বিষয়টা নিয়ে।
advertisement
3/11
তবে অধিকাংশই জানেন না, এটা শরীরের পক্ষে ক্ষতিকর কি না, ঠিক না বেঠিক। আবার কেউ লজ্জায় বা নিজের সম্মান বাঁচাতে এই প্রশ্ন কাউকে করতে চান না। কিন্তু এখন সময় এসেছে জেনে নেওয়ার—ডাক্তাররা আসলে কী বলেন?
তবে অধিকাংশই জানেন না, এটা শরীরের পক্ষে ক্ষতিকর কি না, ঠিক না বেঠিক। আবার কেউ লজ্জায় বা নিজের সম্মান বাঁচাতে এই প্রশ্ন কাউকে করতে চান না। কিন্তু এখন সময় এসেছে জেনে নেওয়ার—ডাক্তাররা আসলে কী বলেন?
advertisement
4/11
চমকে দেওয়ার মতো তথ্য—অনেক ডাক্তার ও পরিবেশবিদ বলছেন, স্নানের সময় প্রস্রাব করাটা খারাপ নয়, বরং ভালো! চলুন দেখে নেওয়া যাক কেন এটা বলা হচ্ছে। প্রস্রাবের ভিতরে উপকারিতা!
চমকে দেওয়ার মতো তথ্য—অনেক ডাক্তার ও পরিবেশবিদ বলছেন, স্নানের সময় প্রস্রাব করাটা খারাপ নয়, বরং ভালো! চলুন দেখে নেওয়া যাক কেন এটা বলা হচ্ছে। প্রস্রাবের ভিতরে উপকারিতা!
advertisement
5/11
গবেষকদের মতে, মানুষের প্রস্রাবে এমন কিছু উপাদান থাকে যেগুলো শরীরের জন্য ক্ষতিকর নয়। প্রস্রাবে থাকে ইলেকট্রোলাইট, ইউরিয়া, এমনকি ব্যাকটেরিয়ার পরিমাণও খুব কম। ফলে শরীরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রায় নেই।
গবেষকদের মতে, মানুষের প্রস্রাবে এমন কিছু উপাদান থাকে যেগুলো শরীরের জন্য ক্ষতিকর নয়। প্রস্রাবে থাকে ইলেকট্রোলাইট, ইউরিয়া, এমনকি ব্যাকটেরিয়ার পরিমাণও খুব কম। ফলে শরীরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রায় নেই।
advertisement
6/11
বিশেষজ্ঞরা বলছেন, ইউরিয়া তো এমন উপাদান, যা অনেক কসমেটিক্স বা স্কিন প্রোডাক্টে ব্যবহৃত হয়। কারণ, এটা ত্বককে নরম রাখতে সাহায্য করে।অনেক অ্যাথলিটও দাবি করেন—পায়ের ছত্রাক দূর করতে তাঁরা প্রস্রাব দিয়ে পা ধুয়ে থাকেন!
বিশেষজ্ঞরা বলছেন, ইউরিয়া তো এমন উপাদান, যা অনেক কসমেটিক্স বা স্কিন প্রোডাক্টে ব্যবহৃত হয়। কারণ, এটা ত্বককে নরম রাখতে সাহায্য করে। অনেক অ্যাথলিটও দাবি করেন—পায়ের ছত্রাক দূর করতে তাঁরা প্রস্রাব দিয়ে পা ধুয়ে থাকেন!
advertisement
7/11
যদিও এই দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে এই অভ্যাসের কথা ইন্টারনেটে ছড়িয়ে আছে বহুদিন ধরেই। জল সাশ্রয়ের দিক থেকেও উপকারী।
যদিও এই দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে এই অভ্যাসের কথা ইন্টারনেটে ছড়িয়ে আছে বহুদিন ধরেই। জল সাশ্রয়ের দিক থেকেও উপকারী।
advertisement
8/11
আরও একটা বড় কারণ হল পরিবেশগত। স্নানের সময় প্রস্রাব করলে আলাদা করে ফ্লাশ করার প্রয়োজন পড়ে না। ফলে প্রচুর জল বাঁচে।
আরও একটা বড় কারণ হল পরিবেশগত। স্নানের সময় প্রস্রাব করলে আলাদা করে ফ্লাশ করার প্রয়োজন পড়ে না। ফলে প্রচুর জল বাঁচে।
advertisement
9/11
অনেক দেশেই জল অপচয় কমাতে এই অভ্যাসে উৎসাহ দেওয়া হয়।শেষ কথা কী? তাহলে বোঝাই যাচ্ছে—স্নানের সময় প্রস্রাব করাটা কোনও অপরাধ নয়, বরং কিছু ক্ষেত্রে এটা পরিবেশবান্ধব ও নিরাপদ।
অনেক দেশেই জল অপচয় কমাতে এই অভ্যাসে উৎসাহ দেওয়া হয়। শেষ কথা কী? তাহলে বোঝাই যাচ্ছে—স্নানের সময় প্রস্রাব করাটা কোনও অপরাধ নয়, বরং কিছু ক্ষেত্রে এটা পরিবেশবান্ধব ও নিরাপদ। (Representative Image: AI Generated)
advertisement
10/11
তবে অবশ্যই সচেতন থাকতে হবে—যদি কোনও স্কিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল। তবে সুস্থ মানুষদের ক্ষেত্রে? না, এটা লজ্জার কিছু নয়। বরং জলে ঝরতে ঝরতে যদি একটু প্রস্রাব চলে আসে, সে তো শরীরেরই ভাষা। শুধু আপনি নন, পৃথিবীর অনেকেই তা করেন!
তবে অবশ্যই সচেতন থাকতে হবে—যদি কোনও স্কিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল। তবে সুস্থ মানুষদের ক্ষেত্রে? না, এটা লজ্জার কিছু নয়। বরং জলে ঝরতে ঝরতে যদি একটু প্রস্রাব চলে আসে, সে তো শরীরেরই ভাষা। শুধু আপনি নন, পৃথিবীর অনেকেই তা করেন! (Representative Image: AI Generated)
advertisement
11/11
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সুস্থ ও সংক্রমণমুক্ত অবস্থায় স্নানের সময় প্রস্রাব করায় কোনও স্বাস্থ্যঝুঁকি নেই। বরং এটি স্বাভাবিক একটি শারীরিক প্রতিক্রিয়া, যা লুকিয়ে রাখার কিছু নেই।তবে কিছু বিশেষ পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করা জরুরি: যদি কারও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) থাকে যদি ত্বকে কোনও খোলা ঘা বা সংক্রমণ থাকে যদি প্রস্রাবের সঙ্গে জ্বালা বা অস্বাভাবিক গন্ধ থাকে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এ অভ্যাস চালিয়ে যাওয়া ঠিক নয়।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সুস্থ ও সংক্রমণমুক্ত অবস্থায় স্নানের সময় প্রস্রাব করায় কোনও স্বাস্থ্যঝুঁকি নেই। বরং এটি স্বাভাবিক একটি শারীরিক প্রতিক্রিয়া, যা লুকিয়ে রাখার কিছু নেই। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করা জরুরি: যদি কারও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) থাকে যদি ত্বকে কোনও খোলা ঘা বা সংক্রমণ থাকে যদি প্রস্রাবের সঙ্গে জ্বালা বা অস্বাভাবিক গন্ধ থাকে এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এ অভ্যাস চালিয়ে যাওয়া ঠিক নয়। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement