Holiday Heart Syndrom: আনন্দ করতে গিয়ে হঠাৎ এ কী কাণ্ড! বুকে চাপচাপ ব্যথা, নিঃশ্বাসে কষ্ট? মাথা চাড়া দিচ্ছে কোন গোপন রোগ?
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Pooja Basu
Last Updated:
হলিডে হার্ট সিন্ড্রোমের কারণ এবং লক্ষণগুলো বোঝা জরুরি। যাতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যায়।
advertisement
advertisement
advertisement
অতিরিক্ত মদ্যপানের পর হার্টবিট অনিয়মিত হয়ে পড়তে পারে। দ্রুত এবং অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়। এখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত হয়। মাঝারি মদ্যপানে অবশ্য তেমন কোনও প্রভাব পড়ে না। তবে অতিরিক্ত পান করলেই হার্ট চাপে পড়ে যায়। আসলে মদ হার্টের ইলেকট্রিক্যাল ইমপালস সিস্টেমে প্রভাব পড়ে। এ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
যাঁদের হার্টে কোনও সমস্যা নেই, তাঁদের ক্ষেত্রেও অতিরিক্ত মদ্যপান কিংবা অল্প সময়ে বেশি মদ্যপানের কারণে এট্রিয়াল ফাইব্রিলেশন সৃষ্টি করতে পারে। তরুণ এবং সুস্থ ব্যক্তিরাও হলিডে হার্ট সিন্ড্রোমের শিকার হতে পারেন। এক্ষেত্রে মদ হার্টের ইলেকট্রিক্যাল ইমপালস সিস্টেমেকে উদ্দীপিত করে। যার ফলে অ্যারিদমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়। সময়ে এর চিকিৎসা না করালে গুরুতর কার্ডিয়াক সমস্যায় রূপ নিতে পারে।
advertisement
advertisement
advertisement







