Holiday Heart Syndrom: আনন্দ করতে গিয়ে হঠাৎ এ কী কাণ্ড! বুকে চাপচাপ ব্যথা, নিঃশ্বাসে কষ্ট? মাথা চাড়া দিচ্ছে কোন গোপন রোগ?

Last Updated:
হলিডে হার্ট সিন্ড্রোমের কারণ এবং লক্ষণগুলো বোঝা জরুরি। যাতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যায়।
1/8
উৎসব মানেই লাগামছাড়া উচ্ছ্বাস। রাতভর পার্টিতে হুল্লোড়, লাগামছাড়া মদ্যপান। শেষ পর্যন্ত শরীর খারাপ। একে বলে ‘হলিডে হার্ট সিন্ড্রোম’। অতিরিক্ত মদ্যপানের দলে হার্টবিট এট্রিয়াল ফাইব্রিলেশনের মতো দ্রুত এবং অনিয়মিত হয়ে পড়ে। যা থেকে কার্ডিয়াক অ্যারেস্টের মতো ঘটনাও ঘটে।
উৎসব মানেই লাগামছাড়া উচ্ছ্বাস। রাতভর পার্টিতে হুল্লোড়, লাগামছাড়া মদ্যপান। শেষ পর্যন্ত শরীর খারাপ। একে বলে ‘হলিডে হার্ট সিন্ড্রোম’। অতিরিক্ত মদ্যপানের দলে হার্টবিট এট্রিয়াল ফাইব্রিলেশনের মতো দ্রুত এবং অনিয়মিত হয়ে পড়ে। যা থেকে কার্ডিয়াক অ্যারেস্টের মতো ঘটনাও ঘটে।
advertisement
2/8
হলিডে হার্ট সিন্ড্রোমের কারণ এবং লক্ষণগুলো বোঝা জরুরি। যাতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যায়। এই বিষয়ে বিস্তারিত জানালেন অ্যাপোলো হাসপাতালের (নবি মুম্বই) সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ স্পেশালিস্ট এবং রিদম ডিসঅর্ডার স্পেশালিস্ট ডাঃ সঞ্জীবকুমার কালকেকার।
হলিডে হার্ট সিন্ড্রোমের কারণ এবং লক্ষণগুলো বোঝা জরুরি। যাতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যায়। এই বিষয়ে বিস্তারিত জানালেন অ্যাপোলো হাসপাতালের (নবি মুম্বই) সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ স্পেশালিস্ট এবং রিদম ডিসঅর্ডার স্পেশালিস্ট ডাঃ সঞ্জীবকুমার কালকেকার।
advertisement
3/8
উৎসবের মরশুমে হার্টের সমস্যা, বিশেষ করে অ্যারিদমিয়া বৃদ্ধির কারণে একাধিক সমস্যা দেখা দেয়। সেখান থেকেই ‘হলিডে হার্ট সিন্ড্রোম’ শব্দটা এসেছে। এই সময়ে অতিরিক্ত মদ্যপান করেন অনেকেই। চুটিয়ে খাওয়াদাওয়া হয়। ঘুম হয় কম। ফলে হৃদযন্ত্রের সমস্যাগুলো মাথাচাড়া দিতে শুরু করে।
উৎসবের মরশুমে হার্টের সমস্যা, বিশেষ করে অ্যারিদমিয়া বৃদ্ধির কারণে একাধিক সমস্যা দেখা দেয়। সেখান থেকেই ‘হলিডে হার্ট সিন্ড্রোম’ শব্দটা এসেছে। এই সময়ে অতিরিক্ত মদ্যপান করেন অনেকেই। চুটিয়ে খাওয়াদাওয়া হয়। ঘুম হয় কম। ফলে হৃদযন্ত্রের সমস্যাগুলো মাথাচাড়া দিতে শুরু করে।
advertisement
4/8
অতিরিক্ত মদ্যপানের পর হার্টবিট অনিয়মিত হয়ে পড়তে পারে। দ্রুত এবং অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়। এখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত হয়। মাঝারি মদ্যপানে অবশ্য তেমন কোনও প্রভাব পড়ে না। তবে অতিরিক্ত পান করলেই হার্ট চাপে পড়ে যায়। আসলে মদ হার্টের ইলেকট্রিক্যাল ইমপালস সিস্টেমে প্রভাব পড়ে। এ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
অতিরিক্ত মদ্যপানের পর হার্টবিট অনিয়মিত হয়ে পড়তে পারে। দ্রুত এবং অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়। এখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত হয়। মাঝারি মদ্যপানে অবশ্য তেমন কোনও প্রভাব পড়ে না। তবে অতিরিক্ত পান করলেই হার্ট চাপে পড়ে যায়। আসলে মদ হার্টের ইলেকট্রিক্যাল ইমপালস সিস্টেমে প্রভাব পড়ে। এ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
5/8
যাঁদের হার্টে কোনও সমস্যা নেই, তাঁদের ক্ষেত্রেও অতিরিক্ত মদ্যপান কিংবা অল্প সময়ে বেশি মদ্যপানের কারণে এট্রিয়াল ফাইব্রিলেশন সৃষ্টি করতে পারে। তরুণ এবং সুস্থ ব্যক্তিরাও হলিডে হার্ট সিন্ড্রোমের শিকার হতে পারেন। এক্ষেত্রে মদ হার্টের ইলেকট্রিক্যাল ইমপালস সিস্টেমেকে উদ্দীপিত করে। যার ফলে অ্যারিদমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়। সময়ে এর চিকিৎসা না করালে গুরুতর কার্ডিয়াক সমস্যায় রূপ নিতে পারে।
যাঁদের হার্টে কোনও সমস্যা নেই, তাঁদের ক্ষেত্রেও অতিরিক্ত মদ্যপান কিংবা অল্প সময়ে বেশি মদ্যপানের কারণে এট্রিয়াল ফাইব্রিলেশন সৃষ্টি করতে পারে। তরুণ এবং সুস্থ ব্যক্তিরাও হলিডে হার্ট সিন্ড্রোমের শিকার হতে পারেন। এক্ষেত্রে মদ হার্টের ইলেকট্রিক্যাল ইমপালস সিস্টেমেকে উদ্দীপিত করে। যার ফলে অ্যারিদমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়। সময়ে এর চিকিৎসা না করালে গুরুতর কার্ডিয়াক সমস্যায় রূপ নিতে পারে।
advertisement
6/8
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগ থাকলে ‘হলিডে হার্ট সিন্ড্রোম’-এর ঝুঁকি বেড়ে যায়। উৎসব বা ছুটির মরশুমে অনেকেই ঘুরতে যান, পরিশ্রম বেশি হয়, তারওপর অতিরিক্ত মদ্যপান, খাওয়াদাওয়া। চিকিৎসকরা বলছেন, সব মিলিয়ে হার্টের সমস্যার আদর্শ পরিবেশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট দুর্বল হয়ে পড়ে, দীর্ঘমেয়াদে মদ্যপান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষ করে যাঁরা হৃদরোগে ভুগছেন, মদ্যপানের সময় তাঁদের সতর্ক থাকা প্রয়োজন।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগ থাকলে ‘হলিডে হার্ট সিন্ড্রোম’-এর ঝুঁকি বেড়ে যায়। উৎসব বা ছুটির মরশুমে অনেকেই ঘুরতে যান, পরিশ্রম বেশি হয়, তারওপর অতিরিক্ত মদ্যপান, খাওয়াদাওয়া। চিকিৎসকরা বলছেন, সব মিলিয়ে হার্টের সমস্যার আদর্শ পরিবেশ। 
advertisement
7/8
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট দুর্বল হয়ে পড়ে, দীর্ঘমেয়াদে মদ্যপান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষ করে যাঁরা হৃদরোগে ভুগছেন, মদ্যপানের সময় তাঁদের সতর্ক থাকা প্রয়োজন।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট দুর্বল হয়ে পড়ে, দীর্ঘমেয়াদে মদ্যপান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশেষ করে যাঁরা হৃদরোগে ভুগছেন, মদ্যপানের সময় তাঁদের সতর্ক থাকা প্রয়োজন।
advertisement
8/8
হৃদকম্প, মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং অনিয়মিত হৃদস্পন্দন। মূলত এগুলোই হলিডে হার্ট সিন্ড্রোমের লক্ষণ। এই উপসর্গগুলো সাধারণত অতিরিক্ত মদ্যপানের পরপরই দেখা দেয়। অনেকের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়। এ থেকে বাঁচতে চাইলে সংযমী হতে হবে। বেশি মদ্যপান একেবারেই চলবে না।
হৃদকম্প, মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং অনিয়মিত হৃদস্পন্দন। মূলত এগুলোই হলিডে হার্ট সিন্ড্রোমের লক্ষণ। এই উপসর্গগুলো সাধারণত অতিরিক্ত মদ্যপানের পরপরই দেখা দেয়। অনেকের অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়। এ থেকে বাঁচতে চাইলে সংযমী হতে হবে। বেশি মদ্যপান একেবারেই চলবে না।
advertisement
advertisement
advertisement