Benefits of Aloe Vera Gel|| অ্যান্টি-এজিং মাস্ক-মেক আপ রিমুভার, অ্যালো ভেরার এই অজানা গুণগুলি জানতেন?

Last Updated:
Aloe Vera Gel: অ্যালো ভেরা জেলে আছে অ্যালোয়িন। এটি এমন একটি উপাদান যা ত্বকের দাগছোপ দূর করে ত্বক উজ্জ্বল করে।
1/6
*ভারতে বহু কাল ধরে অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর ব্যবহার চলে আসছে। বিশেষ করে ত্বকের সমস্যা সমাধান করতে এর জুড়ি নেই। এর যে ত্বক ঠাণ্ডা রাখার ক্ষমতা আছে সেটা অনেকেই জানেন। কিন্তু তার বাইরেও অ্যালো ভেরার হাজার গুণ আছে। দেখা নেওয়া অ্যালো ভেরার আশ্চর্য জাদু। সংগৃহীত ছবি। 
*ভারতে বহু কাল ধরে অ্যালো ভেরা বা ঘৃতকুমারীর ব্যবহার চলে আসছে। বিশেষ করে ত্বকের সমস্যা সমাধান করতে এর জুড়ি নেই। এর যে ত্বক ঠাণ্ডা রাখার ক্ষমতা আছে সেটা অনেকেই জানেন। কিন্তু তার বাইরেও অ্যালো ভেরার হাজার গুণ আছে। দেখা নেওয়া অ্যালো ভেরার আশ্চর্য জাদু। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*চোখের তলায় ক্রিম হিসাবে ব্যবহার করা যায়: মানসিক চাপ, ঘুমের অভাব বা বেশি কফি পান করলে অনেক সময় চোখের নিচে ডার্ক সার্কল দেখা যায়। অ্যালো ভেরা জেল চোখের নিচে লাগিয়ে সারা রাত রেখে দিয়ে দেখুন। ডার্ক সার্কল, চোখের ফোলা ভাব অনেকটা কমে যাবে। সংগৃহীত ছবি। 
*চোখের তলায় ক্রিম হিসাবে ব্যবহার করা যায়: মানসিক চাপ, ঘুমের অভাব বা বেশি কফি পান করলে অনেক সময় চোখের নিচে ডার্ক সার্কল দেখা যায়। অ্যালো ভেরা জেল চোখের নিচে লাগিয়ে সারা রাত রেখে দিয়ে দেখুন। ডার্ক সার্কল, চোখের ফোলা ভাব অনেকটা কমে যাবে। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*মুখের দাগছোপ কম করে: অ্যালোভেরা জেলে আছে অ্যালোয়িন। এটি এমন একটি উপাদান যা ত্বকের দাগছোপ দূর করে ত্বক উজ্জ্বল করে। অ্যালো ভেরা জেল নিয়ে মুখের সেই সব জায়গায় লাগাতে হবে যেখানে দাগছোপ আছে। সারারাত রেখে পরের দিন গরম জলে ধুয়ে নিতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে তিন দিন এটা করতে পারেন। সংগৃহীত ছবি। 
*মুখের দাগছোপ কম করে: অ্যালোভেরা জেলে আছে অ্যালোয়িন। এটি এমন একটি উপাদান যা ত্বকের দাগছোপ দূর করে ত্বক উজ্জ্বল করে। অ্যালো ভেরা জেল নিয়ে মুখের সেই সব জায়গায় লাগাতে হবে যেখানে দাগছোপ আছে। সারারাত রেখে পরের দিন গরম জলে ধুয়ে নিতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে তিন দিন এটা করতে পারেন। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*অ্যান্টি-এজিং ফেস মাস্ক: আমাদের ত্বকে যে সব কোষ কোলাজেন বৃদ্ধি করে সেই কোষের বৃদ্ধি বাড়িয়ে দেয় অ্যালো ভেরা। এছাড়াও এতে আছে ভিটামিন E ও C। এক টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে এক টেবিল চামচ মধু ও একটু দুধ মিশিয়ে নিন। চাইলে দু’এক ফোঁটা গোলাপ জলও দিতে পারেন। এই প্যাক মুখ ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সংগৃহীত ছবি। 
*অ্যান্টি-এজিং ফেস মাস্ক: আমাদের ত্বকে যে সব কোষ কোলাজেন বৃদ্ধি করে সেই কোষের বৃদ্ধি বাড়িয়ে দেয় অ্যালো ভেরা। এছাড়াও এতে আছে ভিটামিন E ও C। এক টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে এক টেবিল চামচ মধু ও একটু দুধ মিশিয়ে নিন। চাইলে দু’এক ফোঁটা গোলাপ জলও দিতে পারেন। এই প্যাক মুখ ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*অ্যাকনে কম করে: অ্যাকনে, ব্রন, পিম্পল যাই বলুন না কেন, এটা সুন্দর স্বচ্ছ ত্বকের একটা বড় সমস্যা। অ্যালো ভেরা জেল অ্যাকনে কম করে অতি দ্রুত। ২: ১ এই অনুপাতে অ্যালো ভেরা জেল ও জল একটা স্প্রে বোতলে মিশিয়ে নিতে হবে। ভালো করে ঝাঁকিয়ে একটা মিস্ট হিসাবে এটা ব্যবহার করুন। সংগৃহীত ছবি। 
*অ্যাকনে কম করে: অ্যাকনে, ব্রন, পিম্পল যাই বলুন না কেন, এটা সুন্দর স্বচ্ছ ত্বকের একটা বড় সমস্যা। অ্যালো ভেরা জেল অ্যাকনে কম করে অতি দ্রুত। ২: ১ এই অনুপাতে অ্যালো ভেরা জেল ও জল একটা স্প্রে বোতলে মিশিয়ে নিতে হবে। ভালো করে ঝাঁকিয়ে একটা মিস্ট হিসাবে এটা ব্যবহার করুন। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*প্রাকৃতিক মেক আপ রিমুভার: এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল ও এক টেবিল চামচ অলিভ অয়েল নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তার পর তুলোর বল দিয়ে মেক আপ রিমুভার হিসাবে ব্যবহার করতে হবে। এই জেল ত্বক আর্দ্রও রাখে। সংগৃহীত ছবি।
*প্রাকৃতিক মেক আপ রিমুভার: এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল ও এক টেবিল চামচ অলিভ অয়েল নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তার পর তুলোর বল দিয়ে মেক আপ রিমুভার হিসাবে ব্যবহার করতে হবে। এই জেল ত্বক আর্দ্রও রাখে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement