Benefits of Aloe Vera Gel|| অ্যান্টি-এজিং মাস্ক-মেক আপ রিমুভার, অ্যালো ভেরার এই অজানা গুণগুলি জানতেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Aloe Vera Gel: অ্যালো ভেরা জেলে আছে অ্যালোয়িন। এটি এমন একটি উপাদান যা ত্বকের দাগছোপ দূর করে ত্বক উজ্জ্বল করে।
advertisement
advertisement
advertisement
*অ্যান্টি-এজিং ফেস মাস্ক: আমাদের ত্বকে যে সব কোষ কোলাজেন বৃদ্ধি করে সেই কোষের বৃদ্ধি বাড়িয়ে দেয় অ্যালো ভেরা। এছাড়াও এতে আছে ভিটামিন E ও C। এক টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে এক টেবিল চামচ মধু ও একটু দুধ মিশিয়ে নিন। চাইলে দু’এক ফোঁটা গোলাপ জলও দিতে পারেন। এই প্যাক মুখ ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement