উত্তরবঙ্গে সমুদ্র! এখন মালদহের 'মিনি দিঘা' পর্যটকদের নতুন ঠিকানা, সপ্তাহান্তে ঘুরে আসুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Weekend Trip: মালদহের পুরাতন মালদা ব্লকের ভাটরা বিল এখন পর্যটকদের কাছে 'মিনি দিঘা' নামে পরিচিত। বর্ষাকালে এই বিলে সমুদ্রের মতো ঢেউ দেখা যায়
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিকেল নামলেই পর্যটকদের আনাগোনা শুরু হয় বিল চত্বরে। পিকনিক, নৌকা বিহার, মেলা সহ একাধিক রকম মনোরম পরিবেশ গড়ে উঠে। পুরাতন মালদা ব্লকের দক্ষিণ ভাটরা, মাধাইপুর সহ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যুক্ত এই বিল। জেলায় মিনি দিঘা নামে চর্চিত হওয়ায় এই বিলে জলের ঢেউ দেখতে ভিড় জমছে জেলার বিভিন্ন প্রান্তের পর্যটকদের।