Durga Puja 2022| Photo: এবার পুজোর লেটেস্ট ককটেল শাড়ি, অভিনব ভাবনা Ummaira-র

Last Updated:
গয়না থেকে শাড়ি, বহু মহিলাদের জন্য উম্মায়রা হল পুজো শপিং-এর নতুন গন্তব্য৷
1/5
ককটেল ড্রিঙ্কস তো শুনেছেন, এবার দেখুন ককটেল শাড়ি৷ এবার পুজোর স্পেশ্যাল শাড়ি নিয়ে আসছে উম্মায়রা৷ এই চিন্তা ভাবনার পিছনে রয়েছেন উম্মায়রার প্রতিষ্ঠাতা দেবরূপা ভট্টাচার্য৷ জর্জেট শাড়ির উপর সিক্যুয়েন্সের কাজ, যা যে কোনও পার্টির জন্য দারুণ৷ পুজোর সন্ধেতে এমন শাড়ি মাতিয়ে দিতে পারে৷
ককটেল ড্রিঙ্কস তো শুনেছেন, এবার দেখুন ককটেল শাড়ি৷ এবার পুজোর স্পেশ্যাল শাড়ি নিয়ে আসছে উম্মায়রা৷ এই চিন্তা ভাবনার পিছনে রয়েছেন উম্মায়রার প্রতিষ্ঠাতা দেবরূপা ভট্টাচার্য৷ জর্জেট শাড়ির উপর সিক্যুয়েন্সের কাজ, যা যে কোনও পার্টির জন্য দারুণ৷ পুজোর সন্ধেতে এমন শাড়ি মাতিয়ে দিতে পারে৷
advertisement
2/5
এছাড়া এই স্টোরে রয়েছে বাংলার পটচিত্র নিয়ে শাড়ি৷ সিল্ক শাড়ি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে পটচিত্র৷ অসম্ভব সুন্দর এই শাড়ির দামও নাগালের মধ্যেই ৷
এছাড়া এই স্টোরে রয়েছে বাংলার পটচিত্র নিয়ে শাড়ি৷ সিল্ক শাড়ি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে পটচিত্র৷ অসম্ভব সুন্দর এই শাড়ির দামও নাগালের মধ্যেই ৷
advertisement
3/5
রয়েছে উম্মায়রা স্পেশ্যাল কাঁথা স্টিচ৷ এমন ধরনের কাঁথা স্টিচ খুব বেশি দেখা যাবে না, দাবি করছেন দেবরূপা৷
রয়েছে উম্মায়রা স্পেশ্যাল কাঁথা স্টিচ৷ এমন ধরনের কাঁথা স্টিচ খুব বেশি দেখা যাবে না, দাবি করছেন দেবরূপা৷
advertisement
4/5
শাড়ির পাশাপাশি থাকছে গয়নাও৷ রুপোর গয়না, অক্সিডাউজ গয়না রয়েছে এই স্টোরে৷ রুপোর গয়নাগুলি রাজস্থান বা অসমের৷ এই হার ও কানের দুলটি রাজস্থানী ডিজাইনের৷
শাড়ির পাশাপাশি থাকছে গয়নাও৷ রুপোর গয়না, অক্সিডাউজ গয়না রয়েছে এই স্টোরে৷ রুপোর গয়নাগুলি রাজস্থান বা অসমের৷ এই হার ও কানের দুলটি রাজস্থানী ডিজাইনের৷
advertisement
5/5
আরও কিছু রকমারি গয়না রয়েছে৷ অর্থাৎ এক দোকানেই এলেই হয়ে যাবে পুজোর বাজার৷ গয়না থেকে শাড়ি, বহু মহিলাদের জন্য উম্মায়রা হল পুজো শপিং-এর নতুন গন্তব্য৷
আরও কিছু রকমারি গয়না রয়েছে৷ অর্থাৎ এক দোকানেই এলেই হয়ে যাবে পুজোর বাজার৷ গয়না থেকে শাড়ি, বহু মহিলাদের জন্য উম্মায়রা হল পুজো শপিং-এর নতুন গন্তব্য৷
advertisement
advertisement
advertisement