আসছে বিয়ের মরশুম, সব থেকে সুপারহিট ও সারা জীবন বিয়ে টেকানোর অনন্য ফর্মুলা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
হিন্দুশাস্ত্র অনুযায়ী ৮ ধরনের বিয়ের প্রচলন আছে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই মতে বিয়েতে কোনও পুরুষ যদি নিজের গুণবলী দিয়ে কোনও নারীকে আকৃষ্ট না করতে পারেন সেক্ষেত্রে সম বয়সী কোনও সখীকে পাত্রীর বাড়িতে পাঠানো হয় ৷ পাঠানো সখীর সঙ্গে মেয়ের বাড়ির সম্পর্ক যদি ভাল থাকে এই ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা পাওয়া যায় ৷ উদ্দিষ্ট যুবকের গুণাবলী, লেখাপড়া, বিষয় সম্পত্তি সম্পর্কে অবগত করা হয় ৷ বা পাত্রের পরিবার সম্পর্কিত বিভিন্ন খারাপ কথা বলার পরেও নানান রকমের বিষয়টি জটিলতার সঙ্গে পেস করা হবে ৷ নানান টানাপোড়েনের পরে গোপনে পাত্রী-পাত্রী দেখা করে ৷ দুজনের মধ্যে প্রেম চর্চা হয় ৷ এরপরেই ব্রাহ্মণ ডেকে অগ্নিসাক্ষি হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
বাবা-মাকে টাকা পয়সা বা পোশাক উপহার পাত্রীকে বিয়ে করতে স্বীকৃত না হয় এই ধরনের বিয়েকে রাক্ষস বিয়ে বলে ৷ সুন্দরী নারীকে বিয়ে করার ইচ্ছা কম বেশি অনেক পুরুষেরই থাকে ৷ কিন্তু সোজা পাথে না পেলে জোর করে বিয়ে করা হয় এই বিয়েকেই রাক্ষস বিয়ে বলা হয় ৷ এক সময়ে ক্ষত্রিয়রা এই পথ অবলম্বন করত ৷ প্রতীকী ছবি ৷
advertisement