Turmeric Stain Removing Tips: গায়ে হলুদের শাড়িতে দাগ লাগার ভয়? জেনে নিন ‘ম্যাজিক টিপস’ সব দাগ ছোপ নিমেষে ‘ভ্যানিস’
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
দেখুন, বিয়ে বাড়ি বলে কথা, তায় গায়ে হলুদ৷ শাড়িতে হলুদ তো লাগবেই৷ আর বিয়েতে পছন্দের শাড়িই গায়ে থাকবে, এও খানিক স্বাভাবিক৷ কিন্তু কয়েকটা উপায় জানা থাকলেই, শাড়ি থেকে সহজেই হলুদের দাগ তুলে ফেলা সহজ৷
advertisement
advertisement
advertisement
যদি কিছুতেই হলুদের দাগ না ওঠে, সে ক্ষেত্রে ব্লিচের ব্যবহার করুন৷ তবে সিল্কের শাড়িতে ব্লিচ না করাই ভাল৷ সিল্ক ও উলের জিনিসে ব্লিচ করসে ক্ষতি হতে পারে৷ রঙিন কাপড়েরর রংও নষ্ট হয়ে যেতে পারে৷ তাই সাদা রঙের কাপড়েই এর ব্যবহার হতে পারে৷ সেক্ষেত্রে প্রথমে এক বালতি জলে আধ কাপ ব্লিচ মিশিয়ে দিন৷ তারপর ওই জলে প্রায় ২০ মিনিট মতো দাগ লাগা কাপড় ভিজিয়ে রাখুন৷ তারপর ঘষে-ঘষে তুলে ফেলুন৷
advertisement
advertisement
advertisement