Turmeric Stain Removing Tips: গায়ে হলুদের শাড়িতে দাগ লাগার ভয়? জেনে নিন ‘ম্যাজিক টিপস’ সব দাগ ছোপ নিমেষে ‘ভ্যানিস’

Last Updated:
দেখুন, বিয়ে বাড়ি বলে কথা, তায় গায়ে হলুদ৷ শাড়িতে হলুদ তো লাগবেই৷ আর বিয়েতে পছন্দের শাড়িই গায়ে থাকবে, এও খানিক স্বাভাবিক৷ কিন্তু কয়েকটা উপায় জানা থাকলেই, শাড়ি থেকে সহজেই হলুদের দাগ তুলে ফেলা সহজ৷
1/7
সামনেই বিয়ের মরশুম৷ সকাল থেকে নিমন্ত্রণ৷ রাতে কী পরবেন, তা ঠিক৷ অথচ সকালে কী পরবেন, তা ঠিক করে উঠতে পাচ্ছে না? সাধের ঢাকাই শাড়িটা হয়তো বের করেও রেখেছেন, কিন্তু ভয় পাচ্ছেন গায়ে হলুদের অনুষ্ঠানে শাড়িতে দাগ লেগে যাওয়ার৷
সামনেই বিয়ের মরশুম৷ সকাল থেকে নিমন্ত্রণ৷ রাতে কী পরবেন, তা ঠিক৷ অথচ সকালে কী পরবেন, তা ঠিক করে উঠতে পাচ্ছে না? সাধের ঢাকাই শাড়িটা হয়তো বের করেও রেখেছেন, কিন্তু ভয় পাচ্ছেন গায়ে হলুদের অনুষ্ঠানে শাড়িতে দাগ লেগে যাওয়ার৷
advertisement
2/7
দেখুন বিয়ে বাড়ি বলে কথা, তায় গায়ে হলুদ৷ শাড়িতে হলুদ তো লাগবেই৷ আর বিয়েতে পছন্দের শাড়িই গায়ে থাকবে, এও খানিক স্বাভাবিক৷ কিন্তু কয়েকটা উপায় জানা থাকলেই, শাড়ি থেকে সহজেই হলুদের দাগ তুলে ফেলা সহজ৷
দেখুন, বিয়ে বাড়ি বলে কথা, তায় গায়ে হলুদ৷ শাড়িতে হলুদ তো লাগবেই৷ আর বিয়েতে পছন্দের শাড়িই গায়ে থাকবে, এও খানিক স্বাভাবিক৷ কিন্তু কয়েকটা উপায় জানা থাকলেই, শাড়ি থেকে সহজেই হলুদের দাগ তুলে ফেলা সহজ৷
advertisement
3/7
তরল সাবানএক্ষেত্রে কাপড় কাচার লিকুইড সাবান সবচেয়ে বেশি, উপযোগী৷ এ ক্ষেত্রে তরল সাবা দলে গুলে হলুদ লাগা স্থানে লাগিয়ে রাখুন৷ কয়েক মিনিট পর আঙুল দিয়ে গোল গোল করে ঘষতে থাকুন৷ তারপর আরও কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে তুলে ফেলুন৷
তরল সাবান
এক্ষেত্রে কাপড় কাচার লিকুইড সাবান সবচেয়ে বেশি, উপযোগী৷ এ ক্ষেত্রে তরল সাবা দলে গুলে হলুদ লাগা স্থানে লাগিয়ে রাখুন৷ কয়েক মিনিট পর আঙুল দিয়ে গোল গোল করে ঘষতে থাকুন৷ তারপর আরও কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে তুলে ফেলুন৷
advertisement
4/7
যদি কিছুতেই হলুদের দাগ না ওঠে, সে ক্ষেত্রে ব্লিচের ব্যবহার করুন৷ তবে সিল্কের শাড়িতে ব্লিচ না করাই ভাল৷  সিল্ক ও উলের জিনিসে ব্লিচ করসে ক্ষতি হতে পারে৷ রঙিন কাপড়েরর রংও নষ্ট হয়ে যেতে পারে৷ তাই সাদা রঙের কাপড়েই এর ব্যবহার হতে পারে৷  সেক্ষেত্রে প্রথমে এক বালতি জলে আধ কাপ ব্লিচ মিশিয়ে দিন৷ তারপর ওই জলে প্রায় ২০ মিনিট মতো দাগ লাগা কাপড় ভিজিয়ে রাখুন৷ তারপর ঘষে-ঘষে তুলে ফেলুন৷
যদি কিছুতেই হলুদের দাগ না ওঠে, সে ক্ষেত্রে ব্লিচের ব্যবহার করুন৷ তবে সিল্কের শাড়িতে ব্লিচ না করাই ভাল৷ সিল্ক ও উলের জিনিসে ব্লিচ করসে ক্ষতি হতে পারে৷ রঙিন কাপড়েরর রংও নষ্ট হয়ে যেতে পারে৷ তাই সাদা রঙের কাপড়েই এর ব্যবহার হতে পারে৷ সেক্ষেত্রে প্রথমে এক বালতি জলে আধ কাপ ব্লিচ মিশিয়ে দিন৷ তারপর ওই জলে প্রায় ২০ মিনিট মতো দাগ লাগা কাপড় ভিজিয়ে রাখুন৷ তারপর ঘষে-ঘষে তুলে ফেলুন৷
advertisement
5/7
যদি রেসম বা অন্য কোনও কাপড়ে দাগ লাগে, সেক্ষেত্রে ব্লিচ করা সম্ভব নয়৷ তখন সাদা ভিনিগার ব্যবহার করুন৷ ২ টেবল চামচ বাসনমাজার তরল সাবানের সহ্গে মিশিয়ে নিন৷ তারপর ওই মিশ্রণচি দাগ লাগা অংশে লাগিয়ে রাখুন৷ ৩০ মিনিট পর ভাল করে ধুয়ে ফেলুন৷
যদি রেসম বা অন্য কোনও কাপড়ে দাগ লাগে, সেক্ষেত্রে ব্লিচ করা সম্ভব নয়৷ তখন সাদা ভিনিগার ব্যবহার করুন৷ ২ টেবল চামচ বাসনমাজার তরল সাবানের সহ্গে মিশিয়ে নিন৷ তারপর ওই মিশ্রণচি দাগ লাগা অংশে লাগিয়ে রাখুন৷ ৩০ মিনিট পর ভাল করে ধুয়ে ফেলুন৷
advertisement
6/7
গায়ে হলুদে তেলও থাকে৷ তাই প্রথমে পেপার টাওয়াল দিয়ে প্রথমে বাড়তি তেল শুষে নিন৷ এবার দাগ লাগা জায়গাটিতে বেকিং সোডা ছড়িয়ে দিন৷ এক ঘণ্টা এইভাবেই থাকতে দিন৷ এ বার সাদা ভিনিগার, বাসন ধোয়ার তরল সাবান, জল মিশিয়ে নিন৷ তারপর স্প্রে করে দিন৷ হালকা হাতে ঘষে ঠান্ডা জলে ধুয়ে নি৷
গায়ে হলুদে তেলও থাকে৷ তাই প্রথমে পেপার টাওয়াল দিয়ে প্রথমে বাড়তি তেল শুষে নিন৷ এবার দাগ লাগা জায়গাটিতে বেকিং সোডা ছড়িয়ে দিন৷ এক ঘণ্টা এইভাবেই থাকতে দিন৷ এ বার সাদা ভিনিগার, বাসন ধোয়ার তরল সাবান, জল মিশিয়ে নিন৷ তারপর স্প্রে করে দিন৷ হালকা হাতে ঘষে ঠান্ডা জলে ধুয়ে নি৷
advertisement
7/7
দাগ যদি খুব কড়া প্রকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে বেকিং সোডা গুলে তাতে সারারাত কাপড় ভিজিয়ে রাখুন৷ সোডা দেওয়া জল জেদি দাগকে দুর্বল করে দেয়৷ এর ফলে সহজেই দাগ উঠে যায়৷
দাগ যদি খুব কড়া প্রকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রে বেকিং সোডা গুলে তাতে সারারাত কাপড় ভিজিয়ে রাখুন৷ সোডা দেওয়া জল জেদি দাগকে দুর্বল করে দেয়৷ এর ফলে সহজেই দাগ উঠে যায়৷
advertisement
advertisement
advertisement