Purushottam Maas: চলছে অধিকমাস! বাস্তু দোষ থেকে মুক্তি পেয়ে সংসারে অর্থবৃষ্টির জন্য করুন এই কাজ

Last Updated:
Purushottam Maas: প্রচলিত বিশ্বাস, এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি এবং খুশি প্রবাহিত হয়৷
1/8
সনাতন মতে পুরুষোত্তম মাস বা অধিক মাসের গুরুত্ব গভীর৷ সৌর মাস ও চান্দ্র মাসের গণনার মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে অধিক মাস বা পুরুষোত্তম মাসের সূচনা৷ প্রতি ৩ বছর অন্তর এই মাসের সংযোজন ঘটে ক্যালেন্ডারে৷ একে মলমাসও বলা হয়৷
সনাতন মতে পুরুষোত্তম মাস বা অধিক মাসের গুরুত্ব গভীর৷ সৌর মাস ও চান্দ্র মাসের গণনার মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে অধিক মাস বা পুরুষোত্তম মাসের সূচনা৷ প্রতি ৩ বছর অন্তর এই মাসের সংযোজন ঘটে ক্যালেন্ডারে৷ একে মলমাসও বলা হয়৷
advertisement
2/8
এ বছর মলমাস গণনা করা হবে ১৮ জুলাই থেকে ১৬ অগাস্ট মাস পর্যন্ত৷ বিশেষজ্ঞদের মতে, এই মাসে ভগবান বিষ্ণু এবং তুলসিগাছের পুজো করা প্রয়োজনীয়৷ প্রচলিত বিশ্বাস, এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি এবং খুশি প্রবাহিত হয়৷
এ বছর মলমাস গণনা করা হবে ১৮ জুলাই থেকে ১৬ অগাস্ট মাস পর্যন্ত৷ বিশেষজ্ঞদের মতে, এই মাসে ভগবান বিষ্ণু এবং তুলসিগাছের পুজো করা প্রয়োজনীয়৷ প্রচলিত বিশ্বাস, এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি এবং খুশি প্রবাহিত হয়৷
advertisement
3/8
 প্রাচীন রীতি অনুযায়ী অধিকমাসে তুলসির আরাধনা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন৷ তুলসি আরাধনার পাশাপাশি এ সময়ে স্নানের জলে তুলসিপাতা ফেলে স্নান করলে তীর্থস্থান ভ্রমণের সমান পুণ্যার্জন হয়৷
প্রাচীন রীতি অনুযায়ী অধিকমাসে তুলসির আরাধনা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন৷ তুলসি আরাধনার পাশাপাশি এ সময়ে স্নানের জলে তুলসিপাতা ফেলে স্নান করলে তীর্থস্থান ভ্রমণের সমান পুণ্যার্জন হয়৷
advertisement
4/8
সংসারে শান্তি ও ধনসম্পদ বর্ষণের জন্য অধিকমাসে তুলসিপুজো করা গুরুত্বপূর্ণ৷ মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে সংসারের প্রতি কৃপাদৃষ্টি দেন৷
সংসারে শান্তি ও ধনসম্পদ বর্ষণের জন্য অধিকমাসে তুলসিপুজো করা গুরুত্বপূর্ণ৷ মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে সংসারের প্রতি কৃপাদৃষ্টি দেন৷
advertisement
5/8
অধিকমাসে বিষ্ণু ও তুলসিগাছের পুজো করলে বছরভরই তাঁদের কৃপা লাভ করা যায়৷
অধিকমাসে বিষ্ণু ও তুলসিগাছের পুজো করলে বছরভরই তাঁদের কৃপা লাভ করা যায়৷
advertisement
6/8
অধিক মাসে তুলসি গাছ রোপন করলে পুণ্য সঞ্চয় করা যায়৷ এ সময়ে অন্য কাউকেও তুলসিচারা দান করতে পারেন৷ সেটাও পুণ্যার্জনের পথ বলেই বিশ্বাস৷
অধিক মাসে তুলসি গাছ রোপন করলে পুণ্য সঞ্চয় করা যায়৷ এ সময়ে অন্য কাউকেও তুলসিচারা দান করতে পারেন৷ সেটাও পুণ্যার্জনের পথ বলেই বিশ্বাস৷
advertisement
7/8
পুরুষোত্তম মাস বা অধিক মাসে বাস্তু দোষ থেকেও মুক্তি মেলে বলেই বিশ্বাস৷
পুরুষোত্তম মাস বা অধিক মাসে বাস্তু দোষ থেকেও মুক্তি মেলে বলেই বিশ্বাস৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement