Tulsi Health Tips: বন জঙ্গলে মিলবে এই পাতা, রোজ খেলেই সর্দি কাশি থেকে চর্মরোগ, ছুটি নেবে দ্রুত!

Last Updated:
Tulsi Health Benefits: বন তুলসীর গুণ কোনও একটা নির্দিষ্ট কিছুতে আবদ্ধ নয়। এটি খেলে একাধিক রোগের বিনাশ ঘটে। চর্মরোগ থেকে সর্দি কাশি সব রোগই পালাবে বন তুলসীর দাপটে৷ বিস্তারিত জানুন৷
1/8
এই বন তুলসী স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এই উদ্ভিদ এবং ফুলগুলি ঠান্ডা মরশুমে দেখতে পাওয়া যায়। এই গাছের ফুলের সুগন্ধ এতটাই প্রবল যে বাতাসও এই ​​ফুলের গন্ধে ভরে যায় এই সময। এর পাতা ও ফুল আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে কাজে লাগে। আয়ুর্বেদে সাধারণ তুলসী সম্পর্কিত যা যা ঔষুধ বা তেল তৈরি হয়, সবই আসে এই বন তুলসী থেকেই।
এই বন তুলসী স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এই উদ্ভিদ এবং ফুলগুলি ঠান্ডা মরশুমে দেখতে পাওয়া যায়। এই গাছের ফুলের সুগন্ধ এতটাই প্রবল যে বাতাসও এই ​​ফুলের গন্ধে ভরে যায় এই সময। এর পাতা ও ফুল আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে কাজে লাগে। আয়ুর্বেদে সাধারণ তুলসী সম্পর্কিত যা যা ঔষুধ বা তেল তৈরি হয়, সবই আসে এই বন তুলসী থেকেই।
advertisement
2/8
ভ্যান তুলসীর উপকারিতা - আয়ুর্বেদ বিশেষজ্ঞ শিব কুমার পান্ডে লোকাল 18-কে বলেন, বন তুলসি প্রাচীনকালের একটি মহৎ ওষুধ, যা ব্যবহারে অনেক রোগ নিরাময় হয়। আজকাল মানুষ রাম তুলসী এবং শ্যামা তুলসী সম্পর্কে জানে, যা প্রায় প্রতিটি বাড়িতে পুজো হয়। কিন্তু বন তুলসি সর্দি-কাশির মতো রোগ সাড়াতেও দারুণ উপকারী।
ভ্যান তুলসীর উপকারিতা - আয়ুর্বেদ বিশেষজ্ঞ শিব কুমার পান্ডে লোকাল 18-কে বলেন, বন তুলসি প্রাচীনকালের একটি মহৎ ওষুধ, যা ব্যবহারে অনেক রোগ নিরাময় হয়। আজকাল মানুষ রাম তুলসী এবং শ্যামা তুলসী সম্পর্কে জানে, যা প্রায় প্রতিটি বাড়িতে পুজো হয়। কিন্তু বন তুলসি সর্দি-কাশির মতো রোগ সাড়াতেও দারুণ উপকারী।
advertisement
3/8
বন তুলসীর গুণ কোনও একটা নির্দিষ্ট কিছু আবদ্ধ নয়। এটি খেলে একাধিক রোগের বিনাশ ঘটে। প্রথম জানা যাক চর্মরোগের বিষয়ে। বন তুলসী খেলে এই রোগ পালাবে নিশ্চিত।
বন তুলসীর গুণ কোনও একটা নির্দিষ্ট কিছু আবদ্ধ নয়। এটি খেলে একাধিক রোগের বিনাশ ঘটে। প্রথম জানা যাক চর্মরোগের বিষয়ে। বন তুলসী খেলে এই রোগ পালাবে নিশ্চিত।
advertisement
4/8
বন তুলসী খেলে শরীর গরম থাকে। তাই ঠান্ডা, কাশির মতো রোগ চট করে শরীরে ঢুকতে পারে না। এছাড়াও এই বন তুলসী হাঁপানি এবং বাতের মতো রোগগুলিকে চট করে সাড়িয়ে দিতে পারে। জীবাণুনাশক হিসাবেও বন তুলসীকে কাজে লাগানো হয়ে থাকে।
বন তুলসী খেলে শরীর গরম থাকে। তাই ঠান্ডা, কাশির মতো রোগ চট করে শরীরে ঢুকতে পারে না। এছাড়াও এই বন তুলসী হাঁপানি এবং বাতের মতো রোগগুলিকে চট করে সাড়িয়ে দিতে পারে। জীবাণুনাশক হিসাবেও বন তুলসীকে কাজে লাগানো হয়ে থাকে।
advertisement
5/8
বন তুলসীর ব্যবহার - এই গাছের পাতা খাবার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে৷ এই পাতা ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নিতে হবে৷ এরপর এটি অল্প জলের সঙ্গে মিশিয়ে একটি কাথ তৈরি করে নিন৷ এই কাথ খেলে আপনার শরীরের একাধিক রোগ পালাবে গ্যারান্টি৷
বন তুলসীর ব্যবহার - এই গাছের পাতা খাবার আগে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে৷ এই পাতা ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নিতে হবে৷ এরপর এটি অল্প জলের সঙ্গে মিশিয়ে একটি কাথ তৈরি করে নিন৷ এই কাথ খেলে আপনার শরীরের একাধিক রোগ পালাবে গ্যারান্টি৷
advertisement
6/8
আমাদের অনেকেই চা পছন্দ করেন৷ বন তুলসী গাছের পাতা চায়ের মধ্যেও ব্যবহার করা যেতে পারে। চা করার সময়ই পাত্রে বন তুলসীর পাতা ফেলে ফুটিয়ে নিন৷ সুন্দর গন্ধ তো হবেই, দারুণ উপকারও পাবেন৷
আমাদের অনেকেই চা পছন্দ করেন৷ বন তুলসী গাছের পাতা চায়ের মধ্যেও ব্যবহার করা যেতে পারে। চা করার সময়ই পাত্রে বন তুলসীর পাতা ফেলে ফুটিয়ে নিন৷ সুন্দর গন্ধ তো হবেই, দারুণ উপকারও পাবেন৷
advertisement
7/8
বাজারে অনেক ধরনের বন তুলসীর তেল ও চবনপ্রাশ পাওয়া যায়। প্রাচীনকালেও বন তুলসীর থেকে চবনপ্রাশ তৈরি করা হত৷ এই কাথ খুবই উপকারী। এই গাছ অনেক কাজে ব্যবহৃত হয়।
বাজারে অনেক ধরনের বন তুলসীর তেল ও চবনপ্রাশ পাওয়া যায়। প্রাচীনকালেও বন তুলসীর থেকে চবনপ্রাশ তৈরি করা হত৷ এই কাথ খুবই উপকারী। এই গাছ অনেক কাজে ব্যবহৃত হয়।
advertisement
8/8
ডিসক্লেইমার: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ডিসক্লেইমার: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement