Tulsi Health Tips: বন জঙ্গলে মিলবে এই পাতা, রোজ খেলেই সর্দি কাশি থেকে চর্মরোগ, ছুটি নেবে দ্রুত!
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Tulsi Health Benefits: বন তুলসীর গুণ কোনও একটা নির্দিষ্ট কিছুতে আবদ্ধ নয়। এটি খেলে একাধিক রোগের বিনাশ ঘটে। চর্মরোগ থেকে সর্দি কাশি সব রোগই পালাবে বন তুলসীর দাপটে৷ বিস্তারিত জানুন৷
এই বন তুলসী স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এই উদ্ভিদ এবং ফুলগুলি ঠান্ডা মরশুমে দেখতে পাওয়া যায়। এই গাছের ফুলের সুগন্ধ এতটাই প্রবল যে বাতাসও এই ফুলের গন্ধে ভরে যায় এই সময। এর পাতা ও ফুল আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে কাজে লাগে। আয়ুর্বেদে সাধারণ তুলসী সম্পর্কিত যা যা ঔষুধ বা তেল তৈরি হয়, সবই আসে এই বন তুলসী থেকেই।
advertisement
ভ্যান তুলসীর উপকারিতা - আয়ুর্বেদ বিশেষজ্ঞ শিব কুমার পান্ডে লোকাল 18-কে বলেন, বন তুলসি প্রাচীনকালের একটি মহৎ ওষুধ, যা ব্যবহারে অনেক রোগ নিরাময় হয়। আজকাল মানুষ রাম তুলসী এবং শ্যামা তুলসী সম্পর্কে জানে, যা প্রায় প্রতিটি বাড়িতে পুজো হয়। কিন্তু বন তুলসি সর্দি-কাশির মতো রোগ সাড়াতেও দারুণ উপকারী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
